Home  • Online Tips • Religious

জমজম কুপের কিছু অজানা তথ্য

3266 আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। ২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০ লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনা কালের ন্যায়। ৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি,জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল। ৪) সারাদিন পানি উত্তোলন শেষে,মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি। ৫) এই কূপের পানি কখনও শুকায়নি,সৃষ্টির পর থেকে একইরকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মৌসুমে ব্যবহার ক'য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না। ৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে। ৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়ামও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানিরথেকে বেশী, এজন্য এইপানি শুধু পিপাসা মেটায় তা না, এইপানি ক্ষুধাও নিবারণ করে। ৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমানবেশী থাকার কারনে এতে কোন জীবানু জন্মায় না । ১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়

Comments 10


সর্বশত্তিমান আল্লার রহমত এই জমজম কূপ।
Israt Jahan Nice work
So many Thanks for new experience.
allah huakbar
Subhanallah
Alhamdulillah
thanks for your compliment
Miracle massage to the mankind.
এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়

Share

About Author
Israt  Jahan
Copyright © 2024. Powered by Intellect Software Ltd