1. Question:সাঁওতালদের অর্থনৈতিক জীবন ব্যাখ্যা কর। 

    Answer
    সাঁওতালদের প্রধান জীবিকা হলো কৃষি। বৃহত্তর রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় তা মূলত কৃষিশ্রমিক হিসেবে কাজ করে। নারী ও পুরুষ উভয়ই খেতে কাজ করে। তারা ধান, সরিষা, তামাক, মরিচ, তিল, ইক্ষু প্রভৃতি ফসলের চাষ করে। তাছাড়া বাঁশ, বেত, শালপাতা প্রভৃতি দ্বারা নানা প্রকার মাদুর, ঝাড়ু প্রভৃতি তৈরি করে নিজেদের প্রয়োজন মেটায় ও হাটে বিক্রি করে।

    1. Report
  2. Question:মারমাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে লেখ। 

    Answer
    মারমারা নদীর তীরে সমতল স্থানে তাদের গ্রামগুলো নির্মাণ করে। মারমা পুরুষেরা মাথায় গমবং (পাগড়ি বিশেষ), গায়ে জামা ও লুঙ্গি পরে। তাদের মহিলারা গায়ে যে ব্লাইজ পরে তার নাম আঞ্জি। এছাড়া তারা থামি পরে। মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নব বর্ষ বরণ উপলক্ষ্যে সাংগ্রাই উৎসব উদযাপন করে। এ সময় তারা পানিখেলা বা জলোৎসবে মেতে উঠে।

    1. Report
  3. Question:রাখাইনরা কোথায় বাস করে? 

    Answer
    বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী ও বরগুনা জেলায় এবং কক্সবাজার জেলায় রাখাইনরা বাস করে।

    1. Report
  4. Question:চাকমা ও গারোদের সামাজিক জীবনযাপনের মধ্যে উল্লেখযোগ্য দুটি পার্থক্য লেখ। 

    Answer
    চাকমা ও গারো উভয়ই বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্গত। তবে এদের সামাজিক জীবনযাপনের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। এদর মধ্যে উল্লেখযোগ্য ২টি পার্থক্য হলো- চাকমাদের সমাজ পিতৃসূত্রীয়, অপরদিকে গারোদের সমাজ মাতৃসূত্রীয়। আবার, চাকমা পরিবারে পিতার পর মা ও জ্যেষ্ঠপুত্রের স্থান কিন্তু গারো পরিবারে সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে এবং পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে।

    1. Report
  5. Question:মারমাদের নৃতাত্ত্বিক পরিচয় দাও। 

    Answer
    মারমারা মঙ্গোলয়েড জেনগোষ্ঠী। এদর মুখমন্ডল গোলাকার, নাক বেশি চ্যাপটা, চুল সোজা ও কালো, গায়ের রং ঈষৎ হলদেটে।

    1. Report
  6. Question:মারামারা কোন দিনগুলোতে প্রদীপ জ্বালিয়ে বৃদ্ধের পূজা করে? 

    Answer
    মারমারা বৌদ্ধ ধর্মালম্বী। তারা বৈশাখি পূর্নিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্নিমা, মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোকে বৌদ্ধমন্দিরে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে।

    1. Report
  7. Question:‘রাখাইন’ শব্দের উৎপত্তি বিশ্লেষণ কর। 

    Answer
    পালিভাষা হতে ‘রক্ষা’ বা ‘রক্ষাইন’ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। উচ্চারণ সহজ করে এখন রাক্ষাইন শব্দের বদলে ‘রাখাইন’ ব্যবহৃত হয়ে থাকে।

    1. Report
  8. Question:সাঁওতালরা কাকে বীর হিসেবে ভক্তি করে? 

    Answer
    বিশ শতকের প্রথম ভাবে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। এটি উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এই বিদ্রোহের নায়ক ছিল দুই ভাই সিধু ও কানু। সাঁওতালরা এই দুই ভাইকে বীর হিসেবে ভক্তি করে।

    1. Report
  9. Question:সাঁওতালদের দৈহিক বৈশিষ্ট্য কীরূপ? 

    Answer
    সাঁওতালরা অস্ট্রালয়েড জনগোষ্ঠীভুক্ত লোক। তাঁদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের এবং চুল কালো ও ঈষৎ ঢেউ খেলানো।

    1. Report
  10. Question:বাংলাদেশের বেশির ভাগ এলাকায় কয়টি ফসল উৎপন্ন হয়? 

    Answer
    বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বছরে তিনটি ফসল উৎপন্ন হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd