Question:সংস্কৃতি কী?
Answer
সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি।
Question:সংস্কৃতি কী?
সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি।
Question:কামরুল হাসান কে ছিলেন?
কামরুল হাসান ছিলেন আধুনিক চিত্রকলা চর্চার একজন অগ্রদূত।
Question:বাংলাদেশে কত সালে ভাষা আন্দোলন হয়?
বাংলাদেশের ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়।
Question:পোড়ামাটির শিল্প বলতে কী বোঝায়?
ছাঁচ অনুযায়ী মাটির তৈরি পোড়ানো ইট দিয়ে মন্দির বানানো হতো। তবে এক্ষেত্রে শিল্পমূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়।
Question:‘বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের’ কথাটি বুঝিয়ে লেখ।
বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকূল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, “পুন্ড্রদেশের দুকূল শ্যামবর্ণ এবং মনির মতো মসৃণ। দুকূল ছিল খুব মিহি আর ক্ষৌমবস্ত্র একটু মোটা। বাংলা বিখ্যাত মসলিন কাপড় সূক্ষ্ম ও উন্নতমানের ছিল। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, গরদ ইত্যাদি বাংলার শাড়ির খ্যাতি সুপরিচিত ছিল।
Question:চর্যাপদ সম্পর্কে লেখ।
বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। প্রায় দেড় হাজার বছর আগে থেকে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছিলেন বলে অনুমান করা হয়। চর্যাপদ আদি বাংলা সাহিত্যের নিদর্শন। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুই পা ও কাহ্ন পা।
Question:বাংলাকে সংগীত দেশ বলা হয় কেন?
বাংলা চিরকালই সংগীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হালচাষ করতে করতে যেমন গান বেঁধেছে তেমনি নদী ও খালের নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছে। মুর্শিদি, পালাগান, বারমাস্যা, ভাওয়াইয়া, বাউল, ভাটিয়ালি, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে।
Question:কোন প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে?
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি এবং ১৯৫৪’র যুক্তফ্রন্টের নির্বাচনি অঙ্গীকরা অনুযায়ী প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির মননের প্রতীক বাংলা একাডেমী। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধির জন্য এ প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।
Question:কেন শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়?
আবৃত্তি, চারুকলা, গান-নাটক-নৃত্য প্রভৃতি ললিতকলার পৃষ্ঠপোষকতা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি, বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং সর্বোপরি ব্যাপকভিত্তিক গবেষণা ও প্রসারের জন্য শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়।
Question:ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি কোন দেশের সেনাপতি ছিলেন?
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি তুর্কি সেনাপতি ছিলেন।