Question:‘প্রত্ন’ শব্দটির অর্থ কী?
Answer
‘প্রত্ন’ শব্দটির অর্থহলো পুরানো বা প্রাচীন।
Question:‘প্রত্ন’ শব্দটির অর্থ কী?
‘প্রত্ন’ শব্দটির অর্থহলো পুরানো বা প্রাচীন।
Question:কোন স্থাপত্যরীতিতে ঢাকার মসজিদগুলো নির্মিত হয়?
মোঘল স্থাপত্যরীতিতে ঢাকার মসজিদগুলো নির্মিত হয়।
Question:ঢাকা শহরে বিখ্যাত মন্দির কোনটি?
ঢাকা শহরে বিখ্যাত মন্দির হলো ‘ঢাকেশ্বরী মন্দির’।
Question:আর্মেনিয়ান চার্চ গির্জাটি কোথায় অবস্থিত?
আর্মেনিয়ান চার্চ গির্জাটি ঢাকার আমানিটোলায় অবস্থিত।
Question:কত শতকে সেন্ট টমাস এ্যাংকিলকান চার্চ নির্মিত হয়?
উনিশ শতকে সেন্ট টমাস এ্যাংকিলকান চার্চ নির্মিত হয়।
Question:ভিক্টোরিয়া পার্কের আগে নাম কী ছিল?
ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল আন্টাঘর ময়দান।
Question:আহসান মঞ্জিল স্থাপত্যর্কীতিটি কোন নদীর তীরে অবস্থতিত?
আহসান মঞ্জিল স্থাপত্যর্কীতিটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থতিত।
Question:বাহদুর শাহ পার্ক-এর সাথে কোন ঘটনা জড়িত উল্লেখ কর।
বাহাদুর শাহ পার্ক-এর আগে নাম ছিল আন্টাঘর ময়দান। ১৮৫৭ সালে সিপাহিবিদ্রোহের বিদ্রোহী সৈন্যদের আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। ঘটনার ঠিক একশো বছর পর ১৯৫৭ সালে এখানে সৈনিকদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।
Question:সামাজিকীকরণ কী?
সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া। সমাজের নিয়মনীতি আয়ত্ত করার প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ।
Question:গণমাধ্যম কাকে বলে?
জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন যেসব মাধ্যমে করা হয় তাকেই বলা হয় গণমাধ্যম।