1. Question:সপ্তাহের কী বার স্কুল ছুটি থাকে? 

    Answer
    সপ্তাহের শুক্রবার স্কুল ছুটি থাকে।

    1. Report
  2. Question:বাগানে কী কী গাছ লাগানো হয়েছে? 

    Answer
    বাগানে নানা রকম সবজি ও ফুলের গাছ লাগানো হয়েছে।

    1. Report
  3. Question:দাদিমা খুশি হয়েছেন কেন? 

    Answer
    ঐশী ও ওমর খুব সুন্দর একটি বাগান করেছে। ওদের কাজ দেখে দাদিমা খুশি হয়েছেন।

    1. Report
  4. Question:তুমি তোমার বাগানে কী গাছ লাগাবে? 

    Answer
    আমি আমার বাগানে গোলাপ ফুল গাছ লাগাবো।

    1. Report
  5. Question:ছবিতে হরিণ বানরকে কী বলছে তা ভেবে বলি। 

    Answer
    হরিণ বানরকে বলছে তুমি আমার বড় উপকার করেছ।

    1. Report
  6. Question:ছবিতে বানর হরিণকে কী বলছে তা ভেবে বলি। 

    Answer
    বানর হরিণকে বলছে এখন থেকে তুমি আমার বন্ধু।

    1. Report
  7. Question:রেখা টেনে ডান দিকের অংশের সঙ্গে বাম দিকের অংশের মিল করো। চাকে ----------------------------------------- কুমির ডালে ----------------------------------------- মধু নদীতে ---------------------------------------- বাঘ বনে ------------------------------------------ সাহায্যে বিপদে ---------------------------------------- বানর 

    Answer
    চাকে  ----------------------------------------- মধু
     ডালে  -----------------------------------------  বানর
    নদীতে  ----------------------------------------  কুমির
    বনে  ------------------------------------------  বাঘ
    বিপদে  ---------------------------------------- সাহায্যে

    1. Report
  8. Question:গরু কোথায় চরে? 

    Answer
    গরু মাঠে চরে।

    1. Report
  9. Question:রাখাল কী করেন? 

    Answer
    রাখাল মাঠে গরু চরান আর বাঁশি বাজান।

    1. Report
  10. Question:চাষি ভাই কী করেন? 

    Answer
    চাষি ভাই জমিতে চাষ করেন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd