Question:জেলে ভাই কী করেন?
Answer
জেলে ভাই নদীতে মাছ ধরেন।
Question:জেলে ভাই কী করেন?
জেলে ভাই নদীতে মাছ ধরেন।
Question:সকলের মুখে হাসি কেন?
সোনার ফসল আর খেত ভরা ধান দেখে সকলের মুখে হাসি ফুটেছে।
Question:যিনি মাছ ধরেন ______।
জেলে
Question:যিনি রিকসা চালান______।
রিকশাচালক
Question:যিনি গরু চরান ______।
রাখাল
Question:যিনি তাঁতে কাপড় তৈরি করেন ______।
তাঁতি
Question:যিনি নৌকা চালান ______।
মাঝি
Question:শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। পোহানো --- মিষ্টি --- নাশতা ---
পোহানো-----------উপভোগ করা, মিষ্টি-----------মিঠা নাশতা------------সকালের খাবার, হালকা খাবার
Question:বাড়িতে ফুপু এসেছেন। কোন কাজ কখন করবো তা সাজাই্। নাশতা খেতে অনুরোধ করবো। ফুপুকে বসতে বলবো। সালাম জানাব। তার সামনে নাশতা সাজিয়ে দেব। ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করবো
সালাম জানাব। ফুপুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করবো। ফুপুকে বসতে বলবো। তার সামনে নাশতা সাজিয়ে দেব। নাশতা খেতে অনুরোধ করবো।
Question:ছবি দেখি। কথোকপথন তৈরি করি। নাজমা: এই বিকেলে তুমি পড়ছ কেন? আমার সাথে খেলতে আস। হাসান: ঠিক বলেছ, এখন খেলার সময়। নাজমা: তাহলে চলো মাঠে যাই।
নাজমা: এই বিকেলে তুমি পড়ছ কেন? আমার সাথে খেলতে আস। হাসান: ঠিক বলেছ, এখন খেলার সময়। নাজমা: তাহলে চলো মাঠে যাই। হাসান: শিউলিকেও ডেকে আনি চলো। নাজমা: সবাই মিলে আজ খুব মজা হবে।