Question:পুরষ কাকে বলে?
Answer
যে পদ দিয়ে বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পুরুষ বলে। যেমন: আমি, আমার , তুমি, তোমরা ইত্যাদি।
Question:পুরষ কাকে বলে?
যে পদ দিয়ে বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পুরুষ বলে। যেমন: আমি, আমার , তুমি, তোমরা ইত্যাদি।
Question:পুরুষ কয় প্রকার ও কী কী?
পুরুষ তিন প্রকার। যথা: ক. উত্তম পুরুষ; খ. মধ্যম পুরুষ; গ. নাম পুরুষ।
Question:সমাস কাকে বলে?
পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদে মিলে একপদে মিলিত হওয়াকে সমাস বলে। যেমন: ভাই ও বোন = ভাইবোন, মোটর চালিত গাড়ি = মোটর গাড়ি
Question:সমাস কয় প্রকার ও কী কী?
সমাস প্রধানত ছয় প্রকার। যথা: ক. দ্বন্দ্ব সমাস, খ. দ্বিগু সমাস, গ. কর্মধারয় সমাস, ঘ. তৎপুরুষ সমাস, ঙ. বহুব্রীহি সমাস, চ. অব্যয়ীভাব সমাস।
Question:সমাসের কাজ কী?
সমাসের কাজ হলো: ক. বাক্যকে সংক্ষিপ্ত করা, খ. বিশেষ অর্থ প্রকাশ করা, গ. বক্তব্য সুন্দর করা।
Question:পদ পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।
কোনো পদকে অন্য পদে পরিবর্তন করাকে পদ পরিবর্তন বলে? উদাহরণ: জয়-জয়ী। এখানে ‘জয়’ বিশেষ্য, ‘জয়ী’ বিশেষণ।
Question:বিপরীতার্থক শব্দ কী? উদাহরণ দাও।
কোনো শব্দ অর্থের দিকে অন্য কোনো শব্দের পুরোপুরি বিপরীত হলে তাকে বিপরীতার্থক শব্দ বলে। উদাহরণ : বড়-ছোট, আজ-কাল।
Question:সমার্থক শব্দ কী? উদাহরণ দাও।
যে সব শব্দকে একই অর্থে ব্যবহার করা যায় সেসব শব্দকে সমার্থক শব্দ বলে। সমার্থক শব্দকে প্রতিশব্দও বলা হয়। যেমন: আগুন শব্দের সমার্থক শব্দ অগ্নি পাবক ইত্যাদি।
Question:এককথায় প্রকাশ কাকে বলে?
একটির বেশি পদকে ছোট করে একপদে পরিণত করাকে ‘এক কথায় প্রকাশ’ বরে। এক কথায় প্রকাশ করার ফলে বাক্য সংক্ষিপ্ত হয় বলে একে বাক্য সংকোচনও বলা হয়।
Question:বই কেনার জন্যে টাকা চেয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখো।
আব্বাজান, আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। গত এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। নতুন বই কেনার জন্যে পাঁচশ টাকা দরকার। তাই আপনি অনুগ্রহ করে তাড়াতাড়ি টাকা পাঠাবার ব্যবস্থা করবেন। আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন ও মাকে আমার সালাম জানাবেন। ইতি আপনার স্নেহের নবনীতা প্রেরক প্রাপক, নবনীতা চৌধুরী মোঃ মাসুম চৌধুরী বেজপাড়া গ্রাম: উল্লাপাড়া, পোঃ উল্লাপাড়া যশোর জেলা : সিরাজগঞ্জ