1. Question:“স্বাধীনতা দিবস / ২৬শে মার্চ” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। 

    Answer
    ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তাই স্বাধীনতার ঘোষণার পরপরই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। এ যুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিলেন। বাঙালির স্বাধীনতার মুলমন্ত্র ২৬শে মার্চ। স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই বিজয়ের সূচনা হয়েছিল। তাই আমরা প্রতিবছর এ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

    1. Report
  2. Question:“বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ। 

    Answer
    বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাংলাদেশের অন্যতম বীর মুক্তিযোদ্ধা। তিনি মাত্র ২৪ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। ব্রাক্ষণবাড়িয়ার একটি ঘাটিতে তিনি যুদ্ধরত ছিলেন।  অল্পসংখ্যক সৈন্য নিয়ে গঠিত তাঁর মুক্তিবাহিনী পাকসেনাদের নাজেহাল করে তুলেছিলেন। কিন্তু আধুনিক অস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীর কাছে অনেক সহযোদ্ধারই প্রাণ গেল। তবুও পিছপা হননি সিপাহী মোস্তফা কামাল। অন্য সহযোদ্ধাদের সরিয়ে দিয়ে একাই যুদ্ধ করতে করতে অবশেষে মৃত্যু কোলে ঢলে পড়েন এই মহান দেশপ্রেমিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের গর্ব। আমরা তাঁর বিদেহী আত্মার প্রতি অগাধ শ্রদ্ধা জানাই।

    1. Report
  3. Question:“জাতীয় ফুল: শাপলা” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। 

    Answer
    আমাদের দেশে নানা প্রজাতির ফুল রয়েছে। শাপলা আমাদের জাতীয় ফুল। পুকুর, দিঘি, খালবিল, ডোবা প্রভৃতি জলাশয়ে সাদা পাঁপড়ির বিছানা মেলে বিকশিত হয় এ ফুল। প্রাকৃতিক নিয়মে এর জন্ম এবং বৃদ্ধি ঘটে। বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শরৎকাল শেষ হওয়া পর্যন্ত শাপলা ফুল পাওয়া যায়। এ ফুলের কান্ড ও মূল থাকে পানির তলায় আর পাতা ও ফুল পানির উপরে ভেসে থাকে। গ্রামের শিশুরা দল বেধে শাপলা ফুল তুলে নিয়ে আসে। ডাঁটা দিয়ে মালা গাঁথে। শাপলা ফুল বাঙালির জাতীয় প্রতীকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম মাধ্যম।

    1. Report
  4. Question:“জাতীয় পাখি: দোয়েল” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। 

    Answer
    আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশে নানা প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েল পাখির গায়ে সাদা-কালোর মিশ্রণ রয়েছে। এ পাখি সবার কাছে প্রিয়। দোয়েলের মিষ্টি গান শুনে মন আনন্দে ভরে ওঠে। পোকা-মাকড় দোয়েলের প্রধান খাদ্য। পোকা খেয়ে সে কৃষকের ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচায়। দোয়েল বাংলাদেশের প্রাণী বৈচিত্র্যের একটি চমৎকার উদাহরণ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd