Question:“স্বাধীনতা দিবস / ২৬শে মার্চ” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো।
Answer
২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তাই স্বাধীনতার ঘোষণার পরপরই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। এ যুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিলেন। বাঙালির স্বাধীনতার মুলমন্ত্র ২৬শে মার্চ। স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই বিজয়ের সূচনা হয়েছিল। তাই আমরা প্রতিবছর এ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।