1. Question:বচন কাকে বলে? 

    Answer
    যা দ্বারা কোন ব্যক্তি, প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে বচন বলে।
    যেমন: একটি বই, পাখির ঝাঁক, কলমগুলো ইত্যাদি। এখানে ‘একটি’ ‘ঝাঁক’ ও ‘গুলো’ দ্বরা সংখ্যা বোঝায়।
    সুতরাং ‘একটি’, ঝাঁক’ ও ‘গুলো’ হলো বচন।

    1. Report
  2. Question:বচন কয় প্রকার ও কী কী? 

    Answer
    বচন দুই প্রকার। যথা: ক.একবচন ও খ. বহুবচন।

    1. Report
  3. Question:একবচন কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তাকে একবচন বলে।
    উদাহণ: বইটা খুঁজে পাচ্ছি না, শিশুটি দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছ।

    1. Report
  4. Question:বহুবচন কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    যে শব্দ দ্বারা একের বেশি ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে বহুবচন বলে।
    উদাহরণ: বই গুলো খুঁচে পাচ্ছি না, শিশুগলো দৌড়াচ্ছে, তোমরা কোথায় যাচ্ছ।

    1. Report
  5. Question:সন্ধি কাকে বলে? 

    Answer
    পরস্পর দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন: পল + অন্ন = পলান্ন, রবি + ইন্দ্র = রবীন্দ্র।

    1. Report
  6. Question:স্বরসন্ধি কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে।
    উদাহরণ: বিদ্যা+আলয়= বিদ্যালয়।
    আশা + অতীত = আশাতীত

    1. Report
  7. Question:ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে।
    উদাহরণ : দিক + অন্ত = দিগন্ত, সম + চয় = সঞ্চয়।

    1. Report
  8. Question:বিসর্গ সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। 

    Answer
    বিগসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে।
    উদাহরণ : নিঃ + আকার = নিরাকার, দুঃ + চিন্তা = দুশ্চিন্তা।

    1. Report
  9. Question:ক্রিয়ার কাল কাকে বলে? 

    Answer
    যে সময়ে কোনো কাজ ঘটে থাকে সে সময়কে ক্রিয়ার কাল বলে। যেমন: আমি বল খেলি।

    1. Report
  10. Question:ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী? 

    Answer
    ক্রিয়ার কাল তিন প্রকার। যথা:
    ক. বর্তমান কাল;
    খ. অতীত কাল;
    গ. ভবিষ্যৎ কাল।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd