1. Question:আনসার অর্থ কী? 

    Answer
    আনসার অর্থ সাহায্যকারী।

    1. Report
  2. Question:মহানবি (স) কত সনে এবং কোন মাসের কত তারিখ ইন্তেকাল করেন? 

    Answer
    মহানবি ৬৩২ খ্রিষ্টাব্দে এবং রবিউল মাসের ১২ তারিখ সোমবার ইন্তেকাল করেন।

    1. Report
  3. Question:মহানবি (স)-এর কতজন ছেলে ও কতজন মেয়ে ছিল? 

    Answer
    মহানবি (স)-এর চারজন ছেলে ও চারজন মেয়ে ছিল।

    1. Report
  4. Question:মহানবি (স) একটি শান্তি ও সেবাসংঘ গঠন করেন, সেটির নাম কী? 

    Answer
    মহানবি (স) একটি শান্তি ও সেবাসংঘ গঠন করেন, সেটির নাম হিলফুল ফুযুল।

    1. Report
  5. Question:মহানবি (স) যে গুহায় নবুয়ত লাভ করেন সেই গুহাটির নাম কী? 

    Answer
    মহানবি (স) যে গুহায় নবুয়ত লাভ করেন সেই গুহাটির নাম হেরা গুহা।

    1. Report
  6. Question:মহানবি (স) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 

    Answer
    মহানবি (স) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।

    1. Report
  7. Question:মহানবি (স) এর একজন বিখ্যাত সাহাবি ও খাদিমের নাম কী? 

    Answer
    মহানবি (স)এর একজন বিখ্যাত সাহাবি ও খদিমের নাম আনাস (রা)।

    1. Report
  8. Question:নবি-রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? 

    Answer
    নবি-রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

    1. Report
  9. Question:এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে কোন গোত্রের ? 

    Answer
    এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে ইরাশ গোত্রের ?

    1. Report
  10. Question:এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে কোন গোত্রের ? 

    Answer
    এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে ইরাশ গোত্রের।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd