Question:ছোটবেলায় মহানবি (স) এর স্বভাব-চরিত্র কেমন ছিল?
Answer
মহানবি (স) ছোটবেলা থেকেই খুব শান্তশিষ্ট ছিলেন। কোনোদিন কারে াসাথে মারামারি করতেন না। কাউকে গালি দিতেন না। দুঃখী মানুষের কষ্ট দূর করতেন। তিনি সবসময় সত্য কথা বলতেন। কথা দিয়ে কথা রাখতেন। সবাই তাঁকে বিশ্বাস করত। তাই তাঁকে আল-আমীন বলে ডাকত। আল-আমীন মানে পরম বিশ্বস্ত। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন।