1. Question:মহানবি (স)-এর চার ছেলের নাম লেখ। 

    Answer
    মহানবি (স)-এর চার ছেলের নাম হলো-
    ১. হযরত কাসিম (রা);
    ২. হযরত আব্দুল্লা (রা);
    ৩. হযরত তাইয়্যেব (রা);
    ৪. হযরত ইবরাহীম (রা)।

    1. Report
  2. Question:আমার বাবা আমাকের এমন একজন রাসুল সম্পর্কে বললেন যিনি দুষ্টলোদের চোখের কাঁটা ছিলেন। তারা রাসুলকে অনেক কষ্ট দিত। এ রাসুলের কী? তাঁর বিরোধী দুষ্টলোকদের নেতা কে ছিলেন? তাঁর হিজরত সম্পর্কে ৩টি বাক্য লিখ। 

    Answer
    আমার বাবার বলা রাসুলের নাম হযরত মুহাম্মদ (স)। তাঁর বিরেধী দুষ্টলোকদের নেতা ছিলেন আবু জাহল।
    তাঁর হিজরত সম্পর্কে ৩টি বাক্য-
    ১. দুষ্ট লোকেরা মহানবি (স)-কে হত্যার ষড়যন্ত্র করল।
    ২. এজন্য আল্লাহ তায়ালার নিদের্শে মহানবি (স) মক্কা ছেড়ে মনিদায় চলে গেলেন।
    ৩. নবিজিীর এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে।

    1. Report
  3. Question:আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় মহানবির বয়স কত ছিল? মহানবির চরিত্র সম্পকেৃ ৪টি বাক্য লিখ। 

    Answer
    আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় মহানবি (স)-এর বয়স ছিল আট বছর।
    মহানবি (স)-এর চরিত্র সম্পর্কে ৪টি বাক্য নিম্নরূপ-
    ১. হমানবি (স) সবসময় মানুষকে সৎকাজ করতে আদেশ দিতেন।
    ২. অসৎকাজ করতে নিষেধ করতেন।
    ৩. যত বড় নেতা বা সরদারই হোক না কেন, খারাপ কাজ করতে তিনি নিষেধ করতেন।
    ৩. সবসময় সব ধরনের জুলুম অত্যাচারের প্রতিবাদ করতেন।

    1. Report
  4. Question:মসজিদের ইমাম সাহেব জুমআর নামাজের সময় মহানবি (স) নবুয়ত লাভের পর যে উপদেশ দিয়েছিলেন তা বর্ণনা করলেন। তুমি তোমার নিজের ভাষায় পাঁচটি বাক্যে উপদেশগুলো লিখ। 

    Answer
    মহানবি (স) নবুয়ত লাভের পর যে উপদেশ দিয়েছিলেন তা পাঁটি বাক্যে উপদেশগুলো লিখা হলো-
    ১. তোমরা ইসলাম গ্রহণ কর।
    ২. এক আল্লাহর প্রতি ইমান আন।
    ৩. আল্লাহর সাথে আর কাউকে শরিক করো না।
    ৪. দেব-দেবীর পূজা করো না।
    ৫. পরকালে বিশ্বাস কর।

    1. Report
  5. Question:পৃথিবীর প্রথ ও শেষ নবির নাম কী? মহানবি (স) এর মাতাপিতা ও বংশের নাম লিখ। 

    Answer
    পৃথিবীর প্রথম নবি হযরত আদম (আ) এবং পৃথিবীর শেষ নবি হযরত মুহাম্মদ (স)।
    হমানবি (স) এর মাতার নাম আমিনা। তাঁর পিতার নাম আব্দুল্লাহ। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।

    1. Report
  6. Question:মহানবি (স) এর কয়জন ছেলেমেয়ে ছিল? তাঁদের নামের একটি তালিকা তৈরি কর। 

    Answer
    মহানবি (স) এর চারজন ছেলেমেয়ে ছিল। ছেলে ও মেয়েদের তালিকা নিম্নে দেয়া হলো-
    ছেলেদের নাম:
    ১. হযরত কাসিম (রা);
    ২. আবদুল্লাহ (রা);
    ৩. হযরত তাইয়্যেব (রা);
    ৪. হযর ইবরাহীম (রা)।
    মেয়েদের নাম:
    ১. হযরত যয়নব (রা);
    ২. হযরত রুকাইয়া (রা);
    ৩. হযরত উম্মে কুলসুম (রা);
    ৪. হযরত ফাতিমা (রা)।

    1. Report
  7. Question:পাঁচজন নবি-রাসুলের নাম লিখ। 

    Answer
    পাঁচজন নবি-রাসুলের নাম :
    ১. হযরত মুহাম্মদ (স);
    ২. হযরত নূহ (আ);
    ৩. হযরত ইব্রাহীম (আ);
    ৪. হযরত সুলাইমান (আ);
    ৫. হযরত ইসমাঈল (আ)।

    1. Report
  8. Question:মহানবি (স)-এর হিজরতের পর মদিনার অবস্থা পাঁচ বাক্যে বর্ণনা কর। 

    Answer
    মহানবি (স)-এর হিজরতের পর মদিনার অবস্থা পাঁ৬ বাক্যে বর্ণনা করা হলো-
    ১. চুরি, ডাকাতি, মাামারি থাকল না।
    ২. অনেকে ইসলাম গ্রহণ করল।
    ৩. দুর্বলদের উপর অত্যাচার বন্ধ হলো।
    ৪. আল্লাহ তায়ালা সকল মুমিনের ওপর খুশি হলেন।
    ৫. ইসলামি সমাজ কায়েম হলো।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd