Question:সত্য কথা বলার একটি ঘটনা উল্লেখ কর।
Answer
একদিন এক লোক আমাদের মহানবি (স)-এর কাছে এসে বলল: হে আল্লাহর নবি! আমি চুরি করি। মিথ্যা কথা বলি। আরও অনেক অন্যায় করি। এখন আমি এ অন্যায় কাজগুলো কীভাবে ছেড়ে দেব? মহানবি (স) বললেন, “প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও।” লোকটি মিথ্যঅ কথা বলা ছেড়ে দিল। সবসময় সত্য কথা বলতে থাকল। এরপর আস্তে আস্তে সব অন্যায় ছেড়ে দিল। অন্যায় থেকে বাঁচল। পাপমুক্ত হলো।