1. Question:৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ দশটি সংখ্যা ক. প্রদত্ত সংখ্যাগুলো হতে মেীলিক সংখ্যাগুলো লেখ । ২ খ. মেীলিক সংখ্যা ব্যতীত বিজোড় সংখ্যাগুলো লেখ এবং এদের যোগফল ৩ দ্বারা বিভাজ্য কি না তা নির্ধারণ কর ? ৪ গ. ‘খ’ হতে প্রাপ্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা জোড়া সহমেীলিক নির্ণয় কর । ৪ 

    Answer
    ক. মেীলিক সংখ্যাগুলো হলো ৩১, ৩৭ (ঊত্তর)
    
         খ. ৩১ হতে ৪০ এর মধ্যে ব্যতীত বিজোড় সংখ্যাগুলো হলো 
    
         ৩১, ৩৩, ৩৫, ৩৭, ৩৯ । এর মধ্যে ৩১ এবং ৩৭ মেীীলক সংখ্যা ।
    
         :. বাকি সংখ্যাগুলো হলো ৩৩, ৩৫, এবং ৩৯ । 
    
         সংখ্যা তিনটির যোগফল = ৩৩ + ৩৫ + ৩৯ = ১০৭
    
         আবার ১০৭ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 
    
         = ১ +০ + ৭
    
         = ৮;
    
         যা ৩ দ্বারা বিভাজ্য নয় ।
    
        :. নির্ণেয় যোগফল ১০৭ । যা ৩ দ্বারা বিভাজ্য নয় । (ঊত্তর )
    
       গ. ‘খ’ থেকে প্রাপ্ত সংখ্যাগুলো হলো ৩৩, ৩৫, ৩৯ ।
    
          এখন,`৩৩ = ১ xx ৩ xx ১১`
    
         `৩৫ = ১ xx ৫ xx ৭`
    
         `৩৯ = ১ xx ৩ xx ১৩`
    
          দেখা যায় যে, ৩৩ ও ৩৫ এর মধ্যে ১ ছাড়া অন্য কোন সাধারণ 
    
          গুণনীয়ক নেই । ৩৩ ও ৩৫ সংখ্যাদ্বয় পরস্পর সহমেীলিক (ঊত্তর)
    
          আবার ৩৫ ও ৩৯ এর মধ্যে ১ ছাড়া অন্য কোন সাধারণ 
    
          গুনণীয়ক নেই । অতএব ৩৫ ও ৩৯ সংখ্যাদ্বয় পরস্পর সহমেীলিক (ঊত্তর)

    1. Report
  2. Question:মেীলিক গুণনীয়কের সাহায্যে গ. সা. গু নির্ণয় কর : (১.ক) ১৪৪, ২৪০, ৬১২ 

    Answer
    ১৪৪, ২৪০, ও ৬১২ কে মেীলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, 
                                                                                                                                               
    ২|১৪৪                      
      -------
      ২|৭২
        --------
       ২|৩৬
         ------
         ২|১৮
          ------
          ৩|৯
             ------
               ৩
    
    
          ২|২৪০
            ------
             ২|১২০
               --------
               ২|৬০
                 ------
                  ২|৩০
                    ------
                    ৩|১৫
                      -----
                        ৫
    
               ২|৬১২
                 ------
                 ২|৩০৬
                  -------
                   ৩|১৫৩
                     -------
                     ৩|৫১
                       ------
                         ১৭
     
      এখানে ১৪৪` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৩`
           
            ২৪০` = ২ xx ২ xx ২ xx ২ xx ৩ xx ৫`
    
            `৬১২ = ২ xx ২ xx ৩ xx ৩ xx ১৭`
    
      ১৪৪, ২৪০, ৬১২ এর সধারণ মেীলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৩
    
      `:.` ১৪৪, ২৪০ এবং ৬১২ এর গ. সা .গু = `২ xx ২ xx ৩` = ১২ (উত্তর)

    1. Report
  3. Question:মেীলিক গুণনীয়কের সাহা্য্যে ল. সা. গু বের কর । (১.খ) ৫২৫, ৪৯৫, ৫৭০ 

    Answer
    সমাধান: ৫২৫, ৪৯৫, ৫৭০ কে মেীলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে পাই, 
    
      ৩|৫২৫
         -------
         ৫|১৭৫
            ------
           ৫|৩৫
             -----
               ৭
    
    
          ৩|৪৯৫
             -----
            ৩|১৬৫
              ------
              ৫|৫৫
                -----
                  ১১
    
    
        ২|৫৭০
          -----
         ৩|২৮৫
           ------
           ৫|৯৫
             -----
               ১৯
    
         এখানে, `৫২৫ = ৩ xx ৫ xx ৫ xx ৭`
    
              `৪৯৫ = ৩ xx ৩ xx ৫ xx ১১`
         
              `৫৭০ = ২ xx ৩ xx ৫ xx ১৯`
        
                ৫২৫, ৪৯৫ ও ৫৭০
    
                ৩, ৫
    
       :. ৫২৫, ৪৯৫ ও ৫৭০ এর ল, সা, গু `= ৩ xx ৫ = ১৫` (উত্তর)

    1. Report
  4. Question:মেীলিক গুণনীয়কের সাহা্য্যে গ, সা গু নির্ণয় করতে হবে । (১.গ) ২৬৬৬,৯৬৯৯ 

    Answer
    সমাধান:  ২৬৬৬ ও ৯৬৯৯ কে মেীলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
    
        ২|২৬৬৬
          -------
         ৩১|১৩৩৩
             -------
               ৪৩
    
    
        ৩|৯৬৯৯
          -------
         ৫৩|৩২৩৩
            -------
               ৬১
    
      এখানে, `২৬৬৬ = ২ xx ৩১ xx ৪৩`
    
            `৯৬৯৯ = ৩ xx ৫৩ xx ৬১`
       
            ২৬৬৬ ও ৯৬৯৯ এর কোন সাধারণ মেীলিক গুণনীয়ক নেই 
         
            অথাৎ ২৬৬৬ ও ৯৬৯৯ পরস্পর সহমেীলিক ।
    
           :. ২৬৬৬ ও ৯৬৯৯ এর গ, সা গু = ১ (উত্তর)

    1. Report
  5. Question:ভাগ প্রক্রিয়া গ, সা, গু নির্ণয় কর : ১. ক. ১০৫, ১৬৫ খ. ৩৮৫, ২৮৬, ৪১৮ 

    Answer
    ক. সমাধান: ১০৫) ১৬৫ (১
                         ১০৫
                         -------
                           ৬০)১০৫(১
                                 ৬০
                               ------
                                 ৪৫)৬০(১
                                      ৪৫
                                     -----
                                       ১৫)৪৫(৩
                                            ৪৫
                                           ------
                                             ০
    
    
                           শেষ ভাজক ১৫
    
                         :. ১০৫ ও ১৬৫ এর গ.সা.গু = ১৫। (উত্তর)
    
    
       (খ) সমাধান: এখানে,
    
                       ২৮৬)৪১৮(১                             
                             ২৮৬
                            ------
                             ১৩২)২৮৬(২
                                   ২৬৪
                                  ------
                                   ২২)১৩২(৬
                                        ১৩২
                                      ------
                                        ০
    
    
    
                                ২২)৩৮৫(১৭
                                      ২২
                                   -------
                                      ১৬৫
                                      ১৫৪
                                    ---------
                                        ১১)২২(২
                                            ২২
                                          ------
                                             ০
    
              শেষ ভাজক ১১
    
             :. ৩৮৫, ২৮৬ ও ৪১৮ এর গ.সা.গু = ১১ (উত্তর)

    1. Report
  6. Question:ভাগ প্রক্রিয়া গ. সা. গু নির্ণয় কর । ২. ক. ১০৫, ১৬৫ খ. ৩৮৫, ২৮৬, ৪১৮ 

    Answer
    ক. সমাধান: ১০৫)১৬৫(১
                        ১০৫
                        -----
                    ৬০)১০৫(১
                         ৬০
                      ------
                    ৪৫)৬০(১
                         ৪৫
                       -----
                         ১৫)৪৫(৩
                             ৪৫
                            ------
                              ০
    
          শেষ ভাজক ১৫
    
       :. ১০৫ ও ১৬৫ এর গ. সা. গু = ১৫ । (উত্তর)
    
    
      খ. সমাধান: এখানে,
    
                   ২৮৬)৪১৮(১
                          ২৮৬
                         -------
                           ১৩২)২৮৬(২
                                 ২৬৪
                                ------
                                 ২২)১৩২(৬
                                      ১৩২
                                     ------
                                        ০
    
                      ২২)৩৮৫(১৭
                           ২২
                          ------
                           ১৬৫
                           ১৫৪
                          ------
                            ১১)২২(২
                                ২২
                               -----
                                 ০
    
      শেষ ভাজক ১১
    
       :. ৩৮৫, ২৮৬ ও ৪১৮ এর গ.সা.গু = ১১ (উত্তর)

    1. Report
  7. Question:ভাগ প্রক্রিয়া গ. সা. গু নির্ণয় কর । (২.ক) ১০৫, ১৬৫ 

    Answer
    ১০৫)১৬৫(১
          ১০৫
          -----
           ৬০)১০৫(১
                 ৬০
               ------
                  ৪৫)৬০(১
                      ৪৫
                     -----
                      ১৫)৪৫(৩
                           ৪৫
                          ------
                            ০
    
    শেষ ভাজক ১৫
    
    :. ১০৫ ও ১৬৫ এর গ. সা. গু = ১৫ । (উত্তর)

    1. Report
  8. Question:ভাগ প্রক্রিয়ায গ. সা. গু নির্ণয় কর । (২.খ) ৩৮৫, ২৮৬, ৪১৮ 

    Answer
    এখানে, 
         ২৮৬)৪১৮(১
                ২৮৬
                ------
                 ১৩২)২৮৬(২
                       ২৬৪
                       -----
                         ২২)১৩২(৬
                             ১৩২
                            -------
                               ০
    
    ২২)৩৮৫(১৭
         ২২
        -------
        ১৬৫
        ১৫৪
      --------
          ১১)২২(২
              ২২
             ------
              ০
    
    
    শেষ ভাজক ১১
    
    :. ৩৮৫, ২৮৬ ও ৪১৮ এর গ. সা. গু = ১১ নির্ণয় কর ।

    1. Report
  9. Question:মেীলিক গুণনীয়কের সাহায্যে ল. সা. গু নির্ণয় কর : (৩.ক) ১৫, ২৫, ৩০ 

    Answer
    ক. সমাধান: ১৫, ২৫, ৩০ কে তাদের মেীলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে পাই,
    
         ৩|১৫
            -----
              ৫
    
    
         ৫|২৫
           ----
             ৫
    
          ২|৩০
           ------
           ৩|১৫
            -----
               ৫
    
    
        এখন,`১৫ = ৩ xx ৫`
              `২৫ = ৫ xx ৫`
    
       এবং `৩০ = ২ xx ৩ xx ৫`
    
       প্রদত্ত সংখ্যাগুলোর মেীলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ ১ বার 
    
       ৩ আছে সর্বোচ্চ ১ বার ও ৫ আছে সর্বোচ্চ ২ বার ।
    
       :. ১৫, ২৫ ও ৩০ এর ল. সা. গু` = ২ xx ৩ xx ৫ xx ৫ = ১৫০` 
    
       :. নির্ণেয় ল. সা. গু = ১৫০ (উত্তর)

    1. Report
  10. Question:মেীলিক গুণনীয়কের সাহায্যে ল. সা. গু নির্ণয় কর : (৩.খ) ২২, ৮৮, ১৩২, ১৯৮ 

    Answer
    সমাধান: ২২, ৮৮, ১৩২ ও ১৯৮ কে তাদের মেীলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, 
    
               ২|২২
                 ----
                  ১১
    
             ২|৮৮
               -----
             ২|৪৪
               ----
             ২|২২
              -----
                ১১
    
            ২|১৩২
              ------
             ২|৬৬
             -------
              ৩|৩৩
                -----
                 ১১
    
            ২|১৯৮
              ------
            ৩|৯৯
               -----
             ৩|৩৩
                ------
                 ১১
    
       এখন,`২২ = ২ xx ১১`
    
         `৮৮ = ২ xx ২ xx ২ xx ১১`
    
         `১৩২ = ২ xx ২ xx ৩ xx ১১`
    
         এবং `১৯৮ = ২ xx ৩ xx ৩ xx ১১`
    
       প্রদত্ত সংখ্যাগুলোর মেীলিক গুণনীয়কে ২ আছে সর্বোচ্চ ৩ বার ৩ আছে 
    
       সর্বোচ্চ ২ বার ও ১১ আছে সর্বোচ্চ ১ বার ।
    
       সর্বোচ্চ ২ বার ও ১১ আছে সর্বোচ্চ ১ বার । 
    
      :. ২২, ৮৮, ১৩২ ও ১৯৮ এর ল. সা. গু 
    
      `= ২ xx ২ xx ২ xx ৩ xx ৩ xx ১১ = ৭৯২`
    
       :. নির্ণেয় ল. সা. গু = ৭৯২ (উত্তর)

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd