Note: -প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমান উপস্হাপন করেন প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু।
-আইনস্টাইন প্রদান করেন - আপেক্ষিক তত্ত্ব ।
-রাদারফোর্ড প্রদান করেন পরমানু বিষয়ক - নিউক্লীয় তত্ত্ব।
Note: - প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।
- প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমান উপস্থাপন করেন যা পরিচিত বোস-আইনস্টাইন সংখ্যায়ন নামে।
- বোসন এক শ্রেণীর মৌলিক কণা।
Question: একটি দন্ডকে স্লাই ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল ৪ cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1mm । দন্ডটির দৈর্ঘ্য কত?
A
4.07cm
B
4.7cm
C
4.07mm
D
4.7mm
Note: স্লাইড ক্যালিপার্সের অপর নাম- ভার্নিয়ার ক্যালিপার্স।
*মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করতে ব্যবহৃত হয়- ভার্নিয়ার স্কেল।
*দন্ডের দৈর্ঘ্য, L = প্রধান স্কেল পাঠ + ভার্নিয়ার সমপাতন x ভার্নিয়ার ধ্রুবক
= 4cm + 7 x 0.1 mm
= 4 cm + 0.7 mm
+ 4 cm + 0.07 cm
+ 4.07 cm