পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: বাতি ও রোধের সংযোগ কী ধরনের সন্নিবেশ?

    A
    সমান্তরাল

    B
    অনুক্রমিক

    C
    শ্রেণি

    D
    শ্রেণি ও সমান্তরাল

    Note: Not available
    1. Report
  2. Question: কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?

    A
    প্ল্যাঙ্ক

    B
    আইনস্টাইন

    C
    রাদারফোর্ড

    D
    হাইজেনবার্গ

    Note: -প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমান উপস্হাপন করেন প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু। -আইনস্টাইন প্রদান করেন - আপেক্ষিক তত্ত্ব । -রাদারফোর্ড প্রদান করেন পরমানু বিষয়ক - নিউক্লীয় তত্ত্ব।
    1. Report
  3. Question: বোসন কার নাম থেকে এসেছে?

    A
    জগদীশ চন্দ্র বসু

    B
    সুভাষ চন্দ্র বসু

    C
    সত্যেন্দ্র নাথ বসু

    D
    শরৎ চন্দ্র বসু

    Note: - প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। - প্রফেসর সত্যেন্দ্র নাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমান উপস্থাপন করেন যা পরিচিত বোস-আইনস্টাইন সংখ্যায়ন নামে। - বোসন এক শ্রেণীর মৌলিক কণা।
    1. Report
  4. Question: নিচের কোনটি মৌলিক রাশি নয়?

    A
    ভর

    B
    তাপ

    C
    তড়িৎ প্রবাহ

    D
    পদার্থের পরিমাণ

    Note: - মৌলিক রাশি সাতটি। - বেগ, ত্বরণ, কাজ, তাপ - লব্ধ রাশি। - দৈঘ্য,ভর, তাপমাত্রা, সময় - মৌলিক রাশি।
    1. Report
  5. Question: একটি দন্ডকে স্লাই ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল ৪ cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1mm । দন্ডটির দৈর্ঘ্য কত?

    A
    4.07cm

    B
    4.7cm

    C
    4.07mm

    D
    4.7mm

    Note: স্লাইড ক্যালিপার্সের অপর নাম- ভার্নিয়ার ক্যালিপার্স। *মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করতে ব্যবহৃত হয়- ভার্নিয়ার স্কেল। *দন্ডের দৈর্ঘ্য, L = প্রধান স্কেল পাঠ + ভার্নিয়ার সমপাতন x ভার্নিয়ার ধ্রুবক = 4cm + 7 x 0.1 mm = 4 cm + 0.7 mm + 4 cm + 0.07 cm + 4.07 cm
    1. Report
  6. Question: পর্যবেক্ষণ পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ উদঘাট করা কোনটির মূল লক্ষ্য?

    A
    পদার্থ বিজ্ঞান

    B
    রাসায়ন বিজ্ঞান

    C
    জীববিজ্ঞান

    D
    উদ্ভিদবিজ্ঞান

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটিকে বিজ্ঞানের চাবিকাঠি বলা হয়?

    A
    উদ্ভিদবিজ্ঞান

    B
    অণুবিজ্ঞান

    C
    রসায়ন বিজ্ঞান

    D
    পদার্থবিজ্ঞান

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটি বিজ্ঞানের মৌলিক শাখা?

    A
    শব্দবিজ্ঞান

    B
    আলোকবিজ্ঞান

    C
    পদার্থবিজ্ঞান

    D
    তাড়িত চৌম্বকবিজ্ঞান

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটির নীতিগুলোই বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করছে?

    A
    প্রাণিবিজ্ঞান

    B
    রসায়ন

    C
    পদার্থবিজ্ঞান

    D
    অণুজীববিজ্ঞান

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মূলনীতি?

    A
    উপরিপাতনের নীতি

    B
    শক্তির সংরক্ষণশীলতা

    C
    ডাল্টনের নীতি

    D
    থিয়োফ্রাসটাসের নীতি

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd