Question:দাঁত ব্রাশ করতে হবে কখন?
Answer
খাওয়ার পর।
Question:দাঁত ব্রাশ করতে হবে কখন?
খাওয়ার পর।
Question:আমাদের সুস্থ থাকার পাঁচটি উপায় লেখ।
আমাদের সুস্থ থাকার পাঁচটি উপায় হলো- ১. সুষম খাদ্য গ্রহণ করা। ২. পরিমিত ব্যায়াম করা। ৩. প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম নেয়া। ৪. নিরাপদ পানি পান করা। ৫. শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
Question:তিনটি রোগের নাম লেখ। রোগ প্রতিরোধ পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায় লেখ।
তিনটি রোগের নাম- ১. আমাশয়, ২. বসন্ত, ৩. কলেরা। পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায়- ১. ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলা। ২. সাবান ও পানি দিয়ে জিনিসপত্র নিয়মিত ধোয়া বা মোছা।
Question:রোগ জীবাণু ছড়ানোর দুটি মাধ্যম উল্লেখ কর। রোগজীবাণু ছড়ানো বন্ধে শরীরের তিনটি বিশেষ যত্ন লেখ।
রোগ জীবাণু ছড়ানোর দুটি মাধ্যম হলো- ১. রোগে আক্রান্ত ব্যক্তি। ২. পোকা-মাকড়। শরীরের তিনটি বিশেষ যত্ন- ১. দাঁত ব্রাশ করা, ২. গোসল করা, ৩. হাতের নখ কাটা।
Question:শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাঁচটি উপায় লেখ।
শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাঁচটি উপায় হলো- ১. খাওয়ার পর দঁাত ব্রাশ করা। ২. রোজ সাবান ও পরিষ্কার পানি দিয়ে গোসল করা। ৩.নিয়মিত জামাকাপড় পরিষ্কার রাখা। ৪. ত্বক, চুল, নখ নিয়মিত পরিষ্কার রাখা ৫. চোখ ও কানের যত্ন নেয়া।
Question:নিরাপদ পানির একটি উৎস লেখ। এ পানি ব্যবহারের প্রয়োজনীয়তা চারটি বাক্যে লেখ।
নিরাপদ পানির একটি উৎস হল গভীর নলকূপের পানি। রোগ থেকে বাঁচার জন্য আমাদরে নিরাপদ পানি ব্যবহার করা প্রয়োজন। কেননা দূষিত পানি রোগ সৃষ্টি করে। অন্যদিকে নিরাপদ পানি দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে।
Question:আমরা কেন অসুস্থ হই তা পাঁচটি বাক্যে লেখ।
সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। দূষিত খাবার খেলে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। এমনকি ময়লা হাতে চোখ, মুখ ও নাক ধরলে এসব জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। দেহের ভেতর বংশবিস্তার করে। ফলে আমরা অসুস্থ হই।
Question:তপু প্রায়শই অসুস্থ থাকায় নিয়মিত স্কুলে যেতে পারে না। তার অসুস্থ থাকার কারণ কী? তার জন্য উপকারী ৪টি স্বাস্থ্যবিধি লেখ।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই তপুর প্রায়শ অসুস্থ থাকার কারণ। তপুর জন্য উপকারী ৪টি স্বাস্থ্য বিধি হলো: ১. পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া। ২. নিরাপদ পানি পান ও ব্যবহার করা। ৩. প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া ও ঘুম। ৪. পরিমিত ব্যায়াম করা।
Question:আমরা কেন অসুস্থ হই তা পাঁচটি বাক্যে লেখ।
সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। দূষিত খাবার খেলে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। এমনকি ময়লা হাতে চোখ, মুখ ও নাক ধরলে এসব জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। দেহের ভেতর বংশবিস্তার করে। ফলে আমরা অসুস্থ হই।
Question:রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কোনটি? রোগ থেকে বাঁচার ৪টি ভালো অভ্যাস লেখ।
রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো জীবাণু ছড়ানো বন্ধ করা। রোগ থেকে বাঁচার ৪টি ভালো অভ্যাস হলো: ১. শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। ২. খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়া। ৩. নিরাপদ পানি ব্যবহার করা। ৪. পরিবেশের পরিচ্ছন্নতা।