আমাদের জীবনে তথ্য
  1. Question:তুমি দৈনিক পত্রিকা ও টেলিশিনে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে জানলে । এই তথ্য তোমাকে কী করতে সাহায্য করবে? এভাবে সম্প্রচার মাধ্যম থেকে তথ্য জেনে কোনটি রক্ষা করা যায়? 

    Answer
    সংক্রামক ডেঙ্গু জ্বরের তথ্য প্রচার হওয়ার ফলে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। 
    তথ্যটি জেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।
    অনেক সময় সম্প্রচার মাধ্যম জলোচ্ছ্বাস বা উপকূলীয় তথ্য জানায়। এতে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। ট্রলার, জাহাজ নিরাপদ আশ্রয়ে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যায।

    1. Report
  2. Question:রোহান তথ্য বিনিময়ে মাধ্যম ব্যবহার করে। এই মাধ্যমগুলোকে এক কথায় কী বলে? রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যমের নাম লিখ। এটি ব্যবহারের ফলে রোহান সহজেই কোন কাজ করতে পারে লিখ। 

    Answer
    রোহানের ব্যবহৃত তথ্য বিনিময়ের মাধ্যগুলোকে এক কথায় আইসিটি বলে।
    রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যম হলো- ১. কম্পিউটার; ২. ইন্টারনেট; ৩. ই-মেইল।
    আইসিটি ব্যবহারকৃত ৩টি মাধ্যম হলো- কম্পিউটার; ২. ইন্টারনেট; ৩. ই-মেইল।
    আইসিটি ব্যবহারের ফলে রোহান সহজেই তথ্য সংগ্রহ সংরক্ষণ, বিনিময় ও বিস্তারের কাজ করতে পারে।

    1. Report
  3. Question:জান্নাত কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পেতে কিছু মৌলিক ধাপ অনুসরণ করে। জান্নাতের এই নেটওয়ার্ক মাধ্যমটির নাম কী? এই মাধ্যমে তথ্য সংগ্রহের দুটি ধাপ লেখ। 

    Answer
    জান্নাত তথ্য পেতে যে নেটওয়ার্ক মাধ্যমের সাহায্যে নেয় সেটি হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের দুটি ধাপ নিম্নরূপ-
    ১. Search ইঞ্জিন, যেমন- গুগল, ইয়াহু, পিপীলিকা ইত্যাদি ব্যবহার করা।
    ২. যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করা হবে সে বিষয় সম্পর্কিত “মূল শব্দটি” "Search Bar" এ লিখে "Search" লেখাটিতে অথবা "Enter key" তে চাপ দিতে হবে।

    1. Report
  4. Question:সবুজ লেখাপড়ার জন্য অনেক তথ্য কম্পিউটারে সংরক্ষণ করে এবং বিভিন্ন মাধ্যম দ্বারা তা বিনিমসয়ও করে। সবুজের এই তথ্য সংরক্ষণে ব্যবহৃত ৪টি প্রযুক্তি ও বিনিময়ের ১টি মাধ্যমের নাম লেখ। 

    Answer
    সবুজের তথ্য সংরক্ষণ প্রযুক্তিগুলো হলো- ১. পেন ড্রাইভ, ২. সিডি; ৩. ভিসিডি; ৪. মেমরি কার্ড। এছাড়া সবুজ ই-মেইলের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে।

    1. Report
  5. Question:শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির পাঁচটি ব্যবহার লেখ। 

    Answer
    শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির পাঁচটি ব্যবহার নিচে লেখা হলো-
    ১. শিক্ষা বিষয়ক যেকোনো তথ্য যেকোনো সংগ্রহে ইন্টারনেট ব্যবহৃত হয়।
    ২. শ্রেণিকক্ষে পাঠদানকে সহজ ও আকর্ষনীয় করতে বর্তমানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহৃত হচ্ছে।
    ৩. তথ্য প্রযুক্তির সাহায্যে বিশ্বের নামি-দামি স্কুল-কলেজে ও বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির বইপত্র পড়া যায়।
    ৪. শ্রেণিকক্ষের পাঠ্যবইগুলো তথ্য প্রযুক্তির ব্যবহার করে অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে।
    ৫. যেসব স্কুলে শিক্ষকের অভাব সেসব স্কুলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ক্লাসের মাধ্যমে পাঠদান করা হচ্ছে।

    1. Report
  6. Question:তথ্য বিনিময়ের গুরুত্ব ৫টি বাক্যে লেখ। 

    Answer
    আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। যেমন- দেশে সংক্রামক রোগ ফ্লু ছড়িয়ে পড়বে এ তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এ তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আবার জলোচ্ছাস হবার বিষয়ে আবহাওয়াবিদরা সতর্করা জারি করলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রে মাছ ধরার ট্রলারও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে।

    1. Report
  7. Question:কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ দাও। 

    Answer
    কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ হলো-
    ১. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষর সাথে কথা বলতে পারি।
    ২. তথ্য আদান-প্রদানের জন্য আমরা চিঠি লিখতে পারি।
    ৩. ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।
    ৪. মোবাইলের খুদে বার্তা (এস.এম.এস), কম্পিউটারে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়।
    ৫. বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন-ফেসবুক বা টুইটার ব্যবহার করেও তথ্য বিনিময় করা হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd