Question:তুমি দৈনিক পত্রিকা ও টেলিশিনে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে জানলে । এই তথ্য তোমাকে কী করতে সাহায্য করবে? এভাবে সম্প্রচার মাধ্যম থেকে তথ্য জেনে কোনটি রক্ষা করা যায়?
Answer
সংক্রামক ডেঙ্গু জ্বরের তথ্য প্রচার হওয়ার ফলে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। তথ্যটি জেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। অনেক সময় সম্প্রচার মাধ্যম জলোচ্ছ্বাস বা উপকূলীয় তথ্য জানায়। এতে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। ট্রলার, জাহাজ নিরাপদ আশ্রয়ে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যায।