Question:মাটি ও পানি কেন দূষিত হচ্ছে ?
Answer
কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যাবহারের ফলে মাটি ও পানি দূষিত হয় ।
Question:মাটি ও পানি কেন দূষিত হচ্ছে ?
কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যাবহারের ফলে মাটি ও পানি দূষিত হয় ।
Question:জৈব প্রযুক্তি ব্যাবহার করে উদ্ভাবিত ফসলের তটি বৈশিষ্ট্য লেখ ।
জৈব প্রযুক্তি ব্যাবহার করে উদ্ভাবিত ফসলের তিনটি বৈশিস্ট্য হলো - ১. অধিক পুস্টি সম্পন্ন ২. রোগ প্রতিরোধী ৩. অধিক উৎপাদনকারী
Question:কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস কী কী সমস্যা সৃষ্টি করছে ?
কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস বায়ু দূষিত করছে । যার ফলে পৃথিবীর উঞ্চতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃ্ষ্টি হচ্ছে ।
Question:প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভার লেখ ।
প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব হলো - ১. বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাদ্য ও বাসস্থান তৈরীর ফলে প্রাকৃতিক সম্পদ যেমন - মাটি পানি গাছপালা ও প্রানীর উপর ক্ষতিকর প্রভাব পড়ে । ২. বাড়তি জনসংখ্যার অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসল ফলানোর জন্য একই জমি একাধিকবার চাষ করা । ফলে জমির উর্বরতা নষ্ট হয় । ৩. অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহার করা হয় । ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে ।৪. স্টিমার ও অন্যান্য জলযান থেকে নির্গত বর্জ্য ও মানুষের মলমুত্র পানিতে মিশে পানি দূষিত হয় । ৫. অধিক জনসংখ্যার কর্মস্থানের জন্য তৈরী কলকারখানা থেকে নির্গত নানা রকম ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ু দূষিত করে ।
Question:জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরে কী কী ব্যাবস্থা গ্রহণ করা যেতে পারে তা পাঁচটি বাক্য লেখ ।
জনসংখ্যাকে জনসম্পদে রপান্তরিত করতে হলে নিম্নোক্ত ব্যাবস্থা গ্রহণ করা যেতে পারে - ১. বিজ্ঞান ভিওিক জ্ঞান ও কলাকৌশলগত যথাযথ শিক্ষার ব্যাবস্থা করে । ২. শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করে । ৩. উপযুক্ত কারীগরি শিক্ষার মাধ্যমে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে । ৪. কৃষি ও শিল্পের উন্নয়ন ঘটিয়ে । ৫. প্রাকৃতিক সম্পদের সদ্বব্যাবহার নিশ্চিত করে ।
Question:এক পরিসংখ্যানে দেখা গেছে ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা ১২ কোটি ৯৩ লক্ষ ছিল । ২০১১ সালের অনুযায়ী এর জনসংখ্যা কত ? এই জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায় ?
২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লক্ষ । জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোকসংখ্যা । মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্ধারা ভাগ করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায় । সে অনুযায়ী বাংলাদেশের ঘনত্ব অনেক বেশি । ঘনত্ব নির্ণয়ে শর্ত নিম্নরুপ - জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা = ক্ষেত্রফল ।
Question:তুমি একটি ছোট পরিবারে বাস কর, হঠাৎ কিছু বহিরাগত সদস্য তোমার পরিবারে এলো । এতে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার পাঁচটি বাক্য লেখ ।
জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্য নিম্নরুপ - ১. জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ঘাটতি দেখা দিবে । ২. পরিবারের সদস্যরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে । ৩. জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার ফলে জীবাণু দ্রুত ছড়াবে । ৪. পরিবারের চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যাবে । ৫. প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে ।
Question:তানিয়াদের বাড়ির পাশের বনগুলো উজাড় হয়ে গেছে । এখন সেখানে খোলা মাঠ । মানুষ কেন এই বন উজাড় করছে ? পরিবেশরে উপর তিনটি প্রভাব লেখ ।
মানুষ বাড়তি শষ্য উৎপাদন, এবং পশু পালনের জন্য বন উজাড় করছে । বাড়ঘর রাস্তাঘাট এবং কলকারখানা তৈরীর জন্য ও এ জমি ব্যাবহার করছে । বনভূমি ধংসের ফলে পরিবেশের উপর তিনটি প্রভাব দেওয়া হলো - ১. বনভূমি ধংসের ফলে বাস্তু সংস্থানের পরিবর্তন হয় । ২. জীবের আবাস্থল ধংস হয় । ৩. বনভুমি ধংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধংস হয় ।
Question:করিম কৃষক ভালো ফসল উৎপাদনের জন্য কী ব্যাবহার করেন এবং যোগাযোগ ক্ষেত্রে ব্যাবহার করেন ? এই সার এবং যানবাহন পরিবেশের কী ক্ষতি করে লেখ ।
জমিতে সার ও কীটনাশক ব্যাবহারের ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে । যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ুকে দূষিত করছে । ফলে পৃথিবীর উষ্বতা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে । এত মানুষ, এতে মানুষের ঘরবাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
Question:জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কৃষিতে উন্নয়ন ঘটিয়েছে । এছাড়াও এটি নবায়নযোগ্য শক্তির ব্যাবহার ও উন্নতি ঘটিয়েছে । এই কৃষি উন্নয়ন একটি বাক্য ও নবায়নযোগ্য শক্তি সম্পর্কে লেখ ।
বর্তমানে জৈবপ্রযু্ক্তি ব্যাবহার করে অধিক পুষ্টিসম্পন্ন রোগ প্রতিরোধ এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে । বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যাবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে । মানূষ সৌর প্যানেলের মত প্রযুক্তির উদ্ভাবন করেছে যা নবায়নযোগ্য সম্পদ ব্যাবহার করে বিদ্যুৎ উৎপাদন করে । এই প্রযু্ক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে ।