জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ
  1. Question:রহমান বিজ্ঞান ও প্রযুুক্তি উদ্ভাবিত একটি নতুন গাড়ি কিনেছে । সে ভবিষ্যতে তার ছেলেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াতে চান । রহমানের কেনা গাড়ির নাম লেখ । রহমান ছেলেকে যে বিষয়ে পড়াতে চায় তা শেখার প্রয়োজনীয়তা লেখ । 

    Answer
    রহমানের কেনা গাড়ির নাম হলো হাইব্রিড গাড়ি । রহমান তার ছেলেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াতে চান । এটি শিখার প্রয়োজনীয়তা নিম্নরুপ -
    ১. জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান দেয় । 
    ২. আচরণ পরিবর্তনে বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা সমাধানে সাহায্য করে । 
    ৩. বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরীর ভূমিকা পালন করে ।

    1. Report
  2. Question:জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট পাঁচটি কারণ হলো -
    ১. প্রাকৃতিক সম্পদের উপর চাপ বৃদ্ধি পাবে । 
    ২. বাড়তি চাহিদা মানুষের জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে । 
    ৩. খাদ্য.বস্ত্র, বাসস্থান ও ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দিবে । 
    ৪. জীবাণু দ্রুত ছড়াবে বলে মানুষ সহেজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে । 
    ৫. চিকিৎসা শিক্ষার সুযোগ কমে যাবে ।

    1. Report
  3. Question:পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির পাঁচটি প্রভাব লেখ । 

    Answer
    পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির পাঁচটি কারণ হলো -
    ১. জনসংখ্যার বৃদ্ধির ফলে বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে । 
    ২. বাড়িঘর,রাস্তাঘাট এবং কলকারখানা তৈরীতেও অধিক জমি ব্যাবহার হচ্ছে । 
    ৩. বনভূমি ধংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয় । 
    ৪. জীবের আবাস্থল ধংস হয় এবং জীব ধীরে ধীরে বিলুপ্ত হয় । 
    ৫. এছাড়াও বনভুমি ধংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধ্বস হয় এতে অনেক মানুষ মারা যায় ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd