জলবায়ুর পরিবর্তন
  1. Question:পৃথিবীর বায়ুমন্ডল কীভাবে গ্রিন হাউসের মত কাজ করে তা ৫টি বাক্য লেখ । 

    Answer
    পৃথিবীর বায়ুমন্ডল যে গ্রিন হা্উসের মতো কাজ করে তা ৫টি বাক্য নিচে বর্ননা করা হলো -
    ১. পৃথিবীর বায়ুমন্ডলের জলীয়বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের গ্যাস গ্রিন হাউজের কাচের দেওয়ালের মত কাজ করে । 
    ২. দিনের বেলায় সুর্যর আলো বায়ুমন্ডলের ভিতর দিয়ে ভূপৃষ্ঠে পড়ে এবং ভুপৃষ্ঠ উওপ্ত হয় । 
    ৩. রাতে ভূপৃষ্ঠ থেকে সে তাপ বায়ুমন্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠে শীতল হয় । 
    ৪. কিছু তাপ বায়ুমন্ডলের ঐ গ্যাস গুলোর কারনে আটকা পড়ে বলে রাতের বেলায় ও পৃথিবী উঞ্চ থাকে । 
    ৫. আর তাপ ধরে রাখবার এই ঘটনাকে গ্রিন হাউজ প্রভাব বলা হয় ।

    1. Report
  2. Question:মানুষের কর্মকান্ড কীভাবে বৈশ্বিক উঞ্চায়ন বৃদ্ধি করছে তা ৫টি বাক্য লেখ । 

    Answer
    মানুষের যে সকল কর্মকান্ড বৈস্থিক উঞ্চায়ন বৃদ্ধি করে তা হলো - 
    ১. মানুষ বিদ্যুৎ উপাদানসহ যানবাহন ও কলকারখানা প্রভৃতিতে জীবাশ্ন জ্বালানি ব্যাবহার করার ফলে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় । 
    ২. বনভুমি ধংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের শোষন হার কমছে । 
    ৩. ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে । 
    ৪. এতে বাতাসে ডাই অক্সাইড বেশি পরিমান তাপ ধরে রাখছে । 
    ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে বৈশ্বিক উঞ্চায়ন ঘটেছে ।

    1. Report
  3. Question:জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হতে পারে এমন পাঁচটি প্রাকৃতিক ‍দূর্যগ উল্লেখ কর । 

    Answer
    জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পাঁচটি প্রাকৃতিক দুর্যগ হলো -
    ১. ঘুর্নিঝড়ের হার ও মাত্রা বৃদ্ধি করবে । 
    ২ জলোচ্ছাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে । 
    ৩. হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকষ্মিক বন্যা দেখা দিবে । 
    ৪. বৃষ্টিপাতের পরিমান কমে খরা দেখা দিবে । 
    ৫. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নদীর পানির লবনাক্ত বৃদ্ধি পাবে ।

    1. Report
  4. Question:জলবায়ূ পরিবর্তনের সাথে আমরা কীভাবে খাপ খাওয়াতে পারি তা পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    জলবায়ুর সাথে আমরা কীভাবে খাপ খাওয়াতে পারি তার ৫টি বাক্য লেখা হলো
    ১. ঘরবাড়ি, বিদ্রালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করা । 
    ২. বন্যা ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান করা । 
    ৩. উপকূলীয় বন সৃষ্টি করা । 
    ৪. লবনাক্ত পরিবেশ বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করা । 
    ৫. জীবনযাপনের ধরন পরিবর্তন করা ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd