পদার্থ ও শক্তি
  1. Question:শক্তি কী? 

    Answer
    কাজ করার সামর্থ্য কে শক্তি বলে। যেমন- আলো, তাপ, বিদ্যুৎ এগুলোর কাজ করার সামর্থ্য আছে তাই এগুলো শক্তি।

    1. Report
  2. Question:পদার্থ কাকে বলে? 

    Answer
    যার ওজন আছে, যা জায়গা দখল এবং বল প্রয়োগে বাঁধা প্রদান করে তাকে পদার্থ বলে।

    1. Report
  3. Question:পরমাণু কাকে বলে? 

    Answer
    পদার্থ যেসব ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত তাদেরকে পরমাণু বলা হয়।

    1. Report
  4. Question:শক্তির প্রধান উৎসের নাম লেখ। 

    Answer
    শক্তির প্রধান উৎসের নাম সূর্য।

    1. Report
  5. Question:তাপ সঞ্চালনের পদ্ধতিগুলোর নাম লেখ। 

    Answer
    তাপ সঞ্চালনের পদ্ধতিগুলোর নাম হলো-
    ১. পরিবহন
    ২. পরিচলন
    ৩. বিকিরণ

    1. Report
  6. Question:পদার্থ কী দিয়ে গঠিত? 

    Answer
    পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত।

    1. Report
  7. Question:দুই রকমের শক্তির নাম লেখ। 

    Answer
    দুই রকমের শক্তির নাম হলো-
    ১. তাপ শক্তি, ২. বিদ্যুৎ শক্তি।

    1. Report
  8. Question:পদার্থের দশা পরিবর্তনের দুইটি নিয়ামকের নাম লেখ। 

    Answer
    পদার্থের দশা পরিবর্তনের দুইটি নিয়ামকের নাম হলো-
    ১. তাপ, ২. চাপ।

    1. Report
  9. Question:পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ কী? 

    Answer
    পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণ হলো বিভিন্ন পদার্থ বিভিন্ন পরমাণু দিয়ে গঠিত।

    1. Report
  10. Question:আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? 

    Answer
    আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd