পদার্থ ও শক্তি
  1. Question:পদার্থ ও শক্তির মধ্যে ৫টি পার্থক্য লেখ। 

    Answer
    পদার্থ ও শক্তির মধ্যে ৫টি পাথ্যক্য হলো-
    পদার্থ :
    ১. যার ওজন আছে, জায়গা দখল করে, তাই পদার্থ।
    ২. পদার্থকে সৃষ্টি বা ধ্বাংস করা যায়।
    ৩. আকার ও আকৃতি থাকে।
    ৪. এর তিনটি দশা বিদ্যমান।
    ৫. বাই, টেবিল হলো পদার্থের উদাহরণ।
    
    শক্তি :
    ১. কাজ করার সামর্থ্য হলো শক্তি।
    ২. শক্তিকে কেবল রূপান্তর করা যায়।
    ৩. কোনো আকার বা আকৃতি নেই।
    ৪. শক্তির নানান দশা থাকে।
    ৫. বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি হলো শক্তির উদাহরণ।

    1. Report
  2. Question:শক্তির সংরক্ষণ জরুরি কেন? পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    শক্তির সংরক্ষণ জরুরি কারণ-
    ১. শক্তির উৎস  নিঃশেষ হলে সহজে তা পাওয়া যায় না।
    ২. শক্তির সংরক্ষণ না করলে ভবিষ্যৎ আমাদের প্রয়োজনে শক্তি পাওয়া যাবে না।
    ৩. শক্তির সংরক্ষণ করা না হলে পরিবেশের নানা ক্ষতি ও দূষণ ঘটবে।
    ৪. শক্তির উপর আমাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। শক্তির সংরক্ষণ না হলে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ বিঘ্নিত হবে।
    ৫. শক্তি সংরক্ষণের ফলে আমরা প্রাকৃতিক পরিবেশ বজায় রাথকে  পারি।

    1. Report
  3. Question:আমাদের দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের উপায় ৫টি বাক্যে লেখ। 

    Answer
    আমাদের দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের উপায় ৫টি বাক্যে হলো-
    ১. ব্যবহারের পর বৈদ্যুতিক  বাতি ও যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখা। 
    ২. প্রয়োজনে অতিরিক্ত সময় রেফ্রিজাটেরের দরজা খোলা না রাখ।
    ৩. বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য গাছ লাগানো।
    ৪. বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা।
    ৫. গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা।

    1. Report
  4. Question:পাঁচ রকম শক্তির নাম লেখ। 

    Answer
    পাঁচ রকম শক্তির নাম হলো-
    ১. সৌরশক্তি।
    ২. শব্দ শক্তি।
    ৩. বিদ্যুৎ শক্তি।
    ৪. রাসায়নিক শক্তি।
    ৫. তাপ শক্তি।

    1. Report
  5. Question:শক্তির অপচয় ঘটে এমন পাঁচটি উদাহরণ খাতায় লিখ। 

    Answer
    আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজ করে থাকি যাতে করে শক্তির অপচয় ঘটে। যেমন-
    ১. অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখার কারণে দেশের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে। পাশাপাশি রাসায়নিক শক্তির অপচয় হচ্ছে।
    ২. অনেক সময় অপ্রয়োজনে আমরা ঘরের বৈদ্যুতিক বাতি। পাখা, এগুলো চালিয়ে রাখি। এতে করে বিদ্যুৎ শক্তির অনেক অপচয় ঘটে।
    ৩. যানযটের কারণে প্রতিদিন প্রচুর তেল ও গ্যাসের অপচয় হচ্ছে। এক্ষেত্রে অনেক যান্ত্রিক শক্তিরও অপচয় ঘটছে।
    ৪. যেখানে সেখানে মাইক, লাউড স্পিকার, গান বাজনার মাধ্যমে আমাদের শব্দ দূষণ ঘটে এবং পাশাপাশি শব্দ শক্তিরও অপচয় ঘটে।
    ৫. অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মিটাতে কয়লা ও তেলকে ব্যবহার করে তাপশক্তি উৎপন্ন করা হয়। যা তাপ শক্তির অপচয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd