Question:বরফ কীভাবে পানিতে পরিণত হয়? দুধ কেন তরল পদার্থ? তিনটি কারণ লেখ। কোনো কিছু না মুছে বোতলের ভেতরে লেগে থাকা পানি দূর করা ১টি উপায় লেখ।
Answer
তাপের ফলে বরফ পানিতে পরিণত হয়। দুধ একটি তরল পদার্থ। এর তিনটি কারণ হলো- ১. দুধের পরমাণুগুলোর মধ্যকার বন্ধুন শিথিল থাকে, পরমাণু গুলো চলাচল করতে পারে এবং এদের মধ্যকার গড় দূরত্ব ঠিক থাকে। ২. দুধের নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু, আয়তন আছে। ৩. দুধকে তাপ দিয়ে এমন অবস্থায় আনা যায় যে দুধের পরমাণু শ্যে বন্ধুন থাকে না। তখন তারা জায়গা দখল করে কিন্তু তা নির্দিষ্ট নয়। কোনো কিছু দিয়ে না মুছে বোতলের ভেতরে লেগে থাকা পানি তাপ প্রয়োগ করে দূর করা যায়।