Question:পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
Answer
পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়।
Question:পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়।
Question:বায়ু দূষণের ফলে কী হয়?
বায়ু দূষণের ফলে- ১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, ২. এসিড বৃষ্টি হয়, ৩. মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগ হয়।
Question:চার ধরনের পরিবেশ দূষণ কী কী?
চার ধরনের পরিবেশ দূষণ হলো- বায়ুদূষণ, ২. পানিদূষণ, ৩. মাটি দূষণ ও ৪. শব্দদূষণ।
Question:পরিবেশ দূষণের উৎসগুলো কী?
পরিবেশ দূষণের প্রধান উৎস হলো- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি।
Question:পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখ।
পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় হলো- ১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা। ২. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। ৩. বেশি বেশি গাছ লাগানো। ৪. কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা। ৫. পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা।
Question:পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা কর।
পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন- ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীব জন্তুর আবস্থল নষ্ট হচ্ছে। খাদ্যশৃঙ্খল ধ্বংস হচ্ছে। ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমবাহ গলে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
Question:আমরা কীভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি?
শব্দদূষণ প্রতিরোধে আমরা যেসব পদক্ষেব নিতে পারি তা হলো- ১. উচ্চস্বরে গান বাজানো বন্ধ করা। ২. গাড়ির চালককে অকারণে হর্ণ বাজানো বন্ধ করা। ৩. শ্রেণিকক্ষে গোলমাল না করা। ৪. মাইক বাজানো বন্ধের আইনত ব্যবস্থা করা। ৫. কলকারখানা লোকালয় থেকে দূরে স্থাপন করা।
Question:পরিবেশ সংরক্ষণ কী?
প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ।
Question:মাটির দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে মাটি দূষিত হয়। এই দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন খাদ্যশস্যও দূষিত জীবাণু থেকে যায়। যা রান্নার পরও খাবারে বিদ্যমান থাকে। ফলে এসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সারসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। একারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
Question:জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়?
জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করছে। এতে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন হচ্ছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। যেমন- মানুষ তার খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে। আবার আসবাবপত্র, কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া বাঙতি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যা বৃষ্টির পানির সাথে মিশে পানি দূষিত করছে। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে অতিরিক্ত যানবাহন ব্যবহার করা হচ্ছে। ফলে এ থেকে নির্গত ধোঁয়া দিয়ে বায়ু দূষণ হচ্ছে। জনসংখ্যার যত বৃদ্ধি পাবে এসব কর্মকান্ড তত বেশি বৃদ্ধি পাবে, ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে।