পরিবেশ দূষণ
  1. Question:তোমার বাড়ির পাশে একটি কাপড়ের কারখানা আছে, কারখানার বড় বড় যন্ত্রপাতি ব্যবহারের ফলে তীব্র শব্দের সৃষিট হয়। এতে কী ঘটে? এই তীব্র শব্দ তোমাদের যে সমস্যা সৃষ্টি করবে তা ৪টি বাক্যে লেখ। 

    Answer
    কারখানার তীব্র শব্দ থেকে পরিবেশে শব্দ দূষণ হয়। শব্দ দুষণ থেকে যে সব সমস্যা সৃষ্টি হতে পারে সেগুলো হলো-
    ১. মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে;
    ২. অবসন্নতা সৃষ্টি করে;
    ৩. শ্রবণশক্তি হ্রাস পাওয়া;
    ৪. ঘুমে ব্যাঘাত ঘটায়।

    1. Report
  2. Question:পরিবেশ দূষণের কারণসমূহ পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    পরিবেশ দূষণের অন্যতম প্রধান করণ হলো শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধলনের জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার পরিবেশ দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের আরও িএকটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশির ভাগ দূষণ মানুষের দৈনিক কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে।

    1. Report
  3. Question:বায়ু দূষণের ৫টি কারণ লেখ। 

    Answer
    বায়ু দূষণের ৫টি কারণ হলো-
    ১. বায়ুতে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস মিশ্রিত হওয়া।
    ২. যানবাহনের কালো ধোঁয়া।
    ৩. বিভিন্ন শিল্প কল-কারখানায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়া।
    ৪. ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া।
    ৫. যেখানে সেখানে ফেলা ময়লা-আবর্জনা ও মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হয়।

    1. Report
  4. Question:পানি দূষণের ৫টি কারণ লেখ। 

    Answer
    পানি দূষণের ৫টি কারণ হলো-
    ১. পয়ঃনিষ্কাশন ও গৃহাস্থালি বর্জ্য পানিতে দূষিত করে।
    ২. কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের দ্বারা।
    ৩. পানিতে ময়লা আবর্জনা ফেলা।
    ৪. পানিতে কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদি।
    ৫. কৃষিজমিতে ব্যবহার করা কীটনাশক ও রাসায়নিক সার সৃষ্টির পানিতে মিশে নদী-নালা ও পুকুরের পানিকে দূষিত করে।

    1. Report
  5. Question:পানি দূষণের ফলাফল ৫টি বাক্যে লেখ। 

    Answer
    পানি দূষণের ফলাফল নিম্নরূপ :
    ১. পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে।
    ২. জলজ খাদ্যশৃঙ্খল নষ্ট হচ্ছে।
    ৩. দুষণের ফলে পানি খাওয়ার অযোগ্য হয়ে পড়ছে।
    ৪. মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
    ৫. এছাড়াও পানি দূষণ মানুষের চর্মরোগেরও কারণ।

    1. Report
  6. Question:মাটি দূষণের ৫টি কারণ লিখ। 

    Answer
    মাটি দূষণের ৫টি কারণ হলো-
    ১. কৃষি কাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।
    ২. বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থলি বর্জ যেখানে সেখানে ফেলা।
    ৩. হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলা।
    ৪. কল-কারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন।
    ৫. বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd