Question:তোমার বাড়ির পাশে একটি কাপড়ের কারখানা আছে, কারখানার বড় বড় যন্ত্রপাতি ব্যবহারের ফলে তীব্র শব্দের সৃষিট হয়। এতে কী ঘটে? এই তীব্র শব্দ তোমাদের যে সমস্যা সৃষ্টি করবে তা ৪টি বাক্যে লেখ।
Answer
কারখানার তীব্র শব্দ থেকে পরিবেশে শব্দ দূষণ হয়। শব্দ দুষণ থেকে যে সব সমস্যা সৃষ্টি হতে পারে সেগুলো হলো- ১. মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে; ২. অবসন্নতা সৃষ্টি করে; ৩. শ্রবণশক্তি হ্রাস পাওয়া; ৪. ঘুমে ব্যাঘাত ঘটায়।