পরিবেশ দূষণ
  1. Question:পরিশে দূষণ কী? 

    Answer
    পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন তাকে পরিবেশ দূষণ বলে।

    1. Report
  2. Question:এসিড বৃষ্টি কী? 

    Answer
    যে বৃষ্টি পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড এবং অল্প পরিমাণে হাইড্রোজেন এসিড বিদ্যমান থাকে, তাকে এসিড বৃষ্টি বলে।

    1. Report
  3. Question:মাটির দূষণের দুইটি কারণ লেখ। 

    Answer
    মাটির দূষণের দুইটি কারণ হলো-
    ১. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার।
    ২. কল-কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা।

    1. Report
  4. Question:শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখ। 

    Answer
    শব্দ দূষণের দুটি উৎসের নাম হলো-
    ১. যানবাহনের হর্ণের শব্দ।
    ২. মাইকের উচ্চ শব্দ।

    1. Report
  5. Question:বায়ু দূষণ কাকে বলে? 

    Answer
    বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।

    1. Report
  6. Question:পরিবেশ কিভাবে দূষিত হয়? 

    Answer
    বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়।

    1. Report
  7. Question:পরিবেশ দূষণের প্রধান উৎস কী? 

    Answer
    শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধলনের জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস।

    1. Report
  8. Question:পরিবেশ দূষণের ফলে কীভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে? 

    Answer
    পরিবেশ দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে হিমবাহের বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

    1. Report
  9. Question:বায়ুদূষণের প্রধান করণ কী? 

    Answer
    যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ।

    1. Report
  10. Question:বায়ুদূষণের কারণে মানুষের কী কী ধরনের রোগ হয়? 

    Answer
    বায়ুদূষণের কারণে মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd