Question:পরিশে দূষণ কী?
Answer
পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
Question:পরিশে দূষণ কী?
পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
Question:এসিড বৃষ্টি কী?
যে বৃষ্টি পানিতে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড এবং অল্প পরিমাণে হাইড্রোজেন এসিড বিদ্যমান থাকে, তাকে এসিড বৃষ্টি বলে।
Question:মাটির দূষণের দুইটি কারণ লেখ।
মাটির দূষণের দুইটি কারণ হলো- ১. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার। ২. কল-কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা।
Question:শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখ।
শব্দ দূষণের দুটি উৎসের নাম হলো- ১. যানবাহনের হর্ণের শব্দ। ২. মাইকের উচ্চ শব্দ।
Question:বায়ু দূষণ কাকে বলে?
বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
Question:পরিবেশ কিভাবে দূষিত হয়?
বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়।
Question:পরিবেশ দূষণের প্রধান উৎস কী?
শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধলনের জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস।
Question:পরিবেশ দূষণের ফলে কীভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে?
পরিবেশ দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে হিমবাহের বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
Question:বায়ুদূষণের প্রধান করণ কী?
যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ।
Question:বায়ুদূষণের কারণে মানুষের কী কী ধরনের রোগ হয়?
বায়ুদূষণের কারণে মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।