Question:পল্টুর শিক্ষকের জলাতঙ্ক হযেছে। আর পল্টুর ছোট বোনো হাম হয়েছে। কোন প্রাণীর কামড়ে তার শিকষকের জলাতঙ্ক হলো? তার বোনো রোগটিকে কী বলে? এটি কীভাবে ছড়ায়? এরূপ আরো ১টি রোগের নাম লেখ।
Answer
কুকুরের কামড়ের মাধ্যমে পল্টুর শিক্ষকের জলাতঙ্ক হয়েছে। পল্টুর বোনো ছোঁয়াচে রোগ হয়েছে। এটি রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে এ রোগ ছড়ায়। এরূপ আরো ১টি রোগের নাম ইবোলা।