Home  • Online Tips • Recipe

রেসিপি : বিফ কাটলেট

3322 ============ উপকরণ : গরুর মাংসের কিমা ২ কাপ, ডিম ১টি , তেল ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, চালের গুঁড়া আধা কাপ, ডাল সিদ্ধ আধা কাপ , টেস্টিংসল্ট ১ চা-চামচ, লবন পরিমানমত , রাঁধুনি বিফ মশলা ৩ টেবিল চামচ, টোস্টের গুঁড়া পরিমাণমত। প্রণালী : - ডিম ও টোস্টের গুঁড়া বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পাতলা করে মাঝারি সাইজের কাটলেট আকারে গড়ে নিন। এতে ফ্রাইপেনে দ্রুত ভাজা হবে। - ডিমের সাদা অংশ ভাল করে ফেটে নিয়ে তাতে কাটলেট ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিন। - তারপর প্যানে ২ টেবিল চামচ মত তেল দিয়ে কাটলেট দিয়ে মাঝারি আচে আস্তে আস্তে লালচে বাদামি করে ভাজুন। - ভেজে কিচেন টিস্যুর উপর রাখুন এতে বাড়তি তেল একটুও থাকবেনা। - এছাড়াও আপনি কাটলেট ছোট আকারে বানিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিতে পারেন। পরিবেশন : প্লেটে সাজিয়ে টমেটো অথবা চিলি সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Comments 4


Hello Madam, kindly program bananor recipy shere koren.
amon sundar kore akta website banate parle to valoi hoi,ami design korle amon korai korbo,se apni jai bolen
apnar post gulo khub valo laga.
স্যার কে বলে রেসিপির জন্য আলাদা আরেকটা পেইজ বানাতে হবে । ইশরাত আপু খালি রেসিপি দিলে তো হবে না । তৈরী করে মাঝে মাঝে দাওয়াত দিতে হবে !!!!!!

Share

About Author
Israt  Jahan
Copyright © 2024. Powered by Intellect Software Ltd