+ Explanationঅব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় পরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় সংক্রান্ত দফা সমূহ নিয়ে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করা হয় উক্ত সময়ের আয়-ব্যয় উদ্ধৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য। সুতরাং উক্ত আয়-ব্যয় হিসাব প্রস্তুতকরণে প্রভাব ফেরবে ঐ সব লেনদেন যে সকল লেনদেন উক্ত সময়ের আয় বা ব্যয় বলে গণ্য। প্রশ্নটির উত্তরের Option গুলোর (ক) (খ) ও (ঘ) সবগুলো উক্ত নির্দিষ্ট সময়ের আয় বা ব্যয় বলে গণ্য হয়। ফলে এগুলো আয়-ব্যয় হিসাব প্রস্তুতে প্রভোব ফেলাবে। শুধুমাত্র (গ) অগ্রীম প্রদত্ত বেতন যা পরবর্তী বৎসরের ব্যয় চলতি বৎসরের আয়-ব্যয় হিসাব প্রস্তুতে প্রভাব ফেলবে না।