নগদ প্রবাহ বিবরণী
  1. Question: LAS-7 অনযায়ী নগদ প্রবাহ বিবরণীর প্রস্তুতের অংশ নয় কোনটি?

    A
    স্বাভাবিক ব্যবসা পরিচালনা-সংক্রান্ত কার্যকলাপ

    B
    বিনিয়োগ-সংক্রান্ত কার্যাবলি

    C
    অর্থসং-স্থান-সংক্রান্ত কার্যকলাপ

    D
    মুনাফা সংক্রান্ত কার্যকলাপ

    Note: Not available
    1. Report
  2. Question: আয় বিবরণী প্রত্যেক বকেয়াভিত্তিক দফাকে নগদ ভিত্তিতে সমন্বয় রে নিট নগদ সরবরাহ নির্ণয়ের একটি পদ্ধতি হলো:

    A
    প্রত্যক্ষ পদ্ধতি

    B
    পরোক্ষ পদ্ধতি

    C
    নিট পদ্ধতি

    D
    মিশ্র পদ্ধতি

    Note: Not available
    1. Report
  3. Question: লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু ও পুঃনবিক্রয়জনিত নগদ অর্থের আদান-প্রদান এবং ঋণপত্র ইস্যু ও ঋণপত্র পরিশোধজনিত নগদ অর্থের আগমন, নির্গমন যে কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকে তাকে কী বলে?

    A
    অর্থায়ন কাযৃক্রম

    B
    পরিচালনা কার্যক্রম

    C
    বিনিয়োগজনিত কার্যক্রম

    D
    আয়-ব্যয় কার্যাবলি

    Note: Not available
    1. Report
  4. Question: International Accounting Standard-7 অনুসারে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুকে কয়টি অংশ প্রয়োজন?

    A
    একটি

    B
    দুইটি

    C
    তিনটি

    D
    পাঁচটি

    Note: Not available
    1. Report
  5. Question: ক্রয়ের তারিখ থেকে তিন মাস বা আরও কম সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদকেই বলে-

    A
    নগদ প্রবাহ বিবরণী

    B
    নগদ সমতুল্য

    C
    প্রত্যক্ষ্য পদ্ধতি

    D
    পরোক্ষ পদ্ধতি

    Note: Not available
    1. Report
  6. Question: প্রত্যক্ষ পদ্ধতি কোন বিবরণীর পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়?

    A
    নগদ প্রবাহ বিবরণী

    B
    নগদ সমতুল্য

    C
    প্রত্যক্ষ পদ্ধতি

    D
    পরোক্ষ পদ্ধতি

    Note: Not available
    1. Report
  7. Question: ‘প্রত্যক্ষ পদ্ধতি’ কোন বিবরণীর পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়?

    A
    লাভ ক্ষতি বিবরণী

    B
    রেওয়ামিল

    C
    উদ্ধর্তপত্র

    D
    নগদ প্রবাহ বিবরণী

    Note: Not available
    1. Report
  8. Question: নগদ প্রবাহ বিবরণীর কোন পদ্ধতিতে প্রাপ্য হিসাব হ্রাস-বৃদ্ধি, প্রদেয় হিসাবের হ্রাস-বৃদ্ধি ইত্যাদি দেখানো হয়?

    A
    প্রত্যক্ষ পদ্ধতি

    B
    পরোক্ষ পদ্ধতি

    C
    মিশ্র পদ্ধতি

    D
    মোট পদ্ধতি

    Note: Not available
    1. Report
  9. Question: নগদ প্রবাহ বিরবণীর কোন পদ্ধতিতে অবচয়-সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়?

    A
    প্রত্যক্ষ পদ্ধতি

    B
    পরোক্ষ পদ্ধতি

    C
    মিশ্র পদ্ধতি

    D
    মোট পদ্ধতি

    Note: Not available
    1. Report
  10. Question: নগদ প্রবাহ বিবরণীর কোন পদ্ধতিতে ‘অবচয়’ অবলোপন-সংক্রান্ত লেনদেনগুলো দেখানো হয় না?

    A
    প্রত্যক্ষ পদ্ধতি

    B
    মিশ্র পদ্ধতি

    C
    পরোক্ষ পদ্ধতি

    D
    মোট পদ্ধতি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd