যৌথ মূলধনী কোম্পানির মূলধন
  1. Question: মেঘনা কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিলঃ প্রতিটি ১০০ টাকা মূল্যের ২০,০০০ সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি ৫,০০০ শেয়ার মাট ৬,০০,০০০ টাকায় এবং ১০,০০০ শেয়ার মোট ৯,৫০,০০০ টাকায় বিলি করে শেয়ার বিলবাবদ সব দেনা-পাওনা টাকা আদায় হয়েছে। বছরান্তে কোম্পানির উদ্ধর্তপত্রে পরিশোধিত মূলধন হিসাবে মোট কত টাকা দেখানো হয়েছিল?

    A
    ১৫,৫০,০০০ টাকা

    B
    ১৫,০০,০০০ টাকা

    C
    ১৪,৫০,০০০ টাকা

    D
    ১৬,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: যমুনা কোম্পানি ১৯৯৭ সালের ১লা জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ সাধারণ শেয়ার। প্রথম বছর কোম্পানি ৭,০০০ শেয়ার মোট ৮,৪০,০০০ টাকায় এবং ৮,০০০ শেয়ার ৬,৮০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলিবাবদ সব টাকা আদায় হয়েছে। শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত?

    A
    ২০,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ১,৬০,০০০ টাকা

    D
    ১,৪০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কোনটি সত্য?

    A
    ইহা শেয়ারহোল্ডারগণের ইকুইটির অংশ

    B
    ইহা একটি ঋণ

    C
    ইহা ইকুইটি ও ঋণের মিশ্রন

    D
    কোনটিই সত্য নয়

    Note: সাধারণ শেয়ারের মতই অগ্রাধিকার শেয়ারও কোম্পানির ইকুইটি। তবে অগ্রাধিকার শেয়ার মালিকগণ অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ ও মূলধন ফেরত পায়। অগ্রাধিকার শেয়ারকে ঋণ বলা যেতে পারে কারণ; যেমন সাধাণ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করার পূর্বে ঋণের সুদ প্রদান করতে হয়, তেমনি অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। ঋণকে একটি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা হয়, তেমনি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারকেও নির্দিস্ট সময় শেষে পরিশোধ করে দেয়া হয়। সুতরাং বলা যায়, অগ্রাধিকার শেয়ার ইকুইটি ও ঋণের মিশ্রণ।
    1. Report
  4. Question: বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাব এর জের কোন হিসাবে নেয়া হয়?

    A
    মূলধন হিসাব

    B
    লাভ ক্ষতি হিসাব

    C
    লাভ-লোকসান হিসাব

    D
    মুনাফা সঞ্চিতি হিসাব

    E
    মূলধন সঞ্চিতি হিসাব

    Note: Not available
    1. Report
  5. Question: কোম্পানি যে পরিমাণ মূলধণ সংগ্রহের জন্য শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণী পত্র প্রচার করে তাকেবলা হয়-

    A
    নিবন্ধিত মূলধন

    B
    বিলিযোগ্য মূলধন

    C
    তলবকৃত মূলধন

    D
    পরিশোধিত মূলধন

    E
    সংরক্ষিত মূলধন

    Note: কোন কোম্পানি তার মোট নিবন্ধিত মূলধনের যে অংশ জনসাধারণের নিকট মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহবান জানিয়ে বিবরণপত্র প্রচার করে তাকে ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টন যোগ্য মূলধন বলা হয়।
    1. Report
  6. Question: নিম্নের কোনটি মূলধনের অংশ?

    A
    মূলধনী মুনাফা

    B
    সংরক্ষিত মূলধন

    C
    সাধারণ তহবিল

    D
    মূলধনী সঞ্চিতি

    E
    সংরক্ষিত তহবিল

    F

    Note: সংরিক্ষিত তহবিল মূলধনের অংশ হিসাবে বিবেচিত হয়।
    1. Report
  7. Question: একটি কোম্পানী বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫ঃ১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। এ ধরনের শেয়ারের নাম কি?

    A
    অগ্রাধিকার শেয়ার

    B
    বোনাস শেয়ার

    C
    সাধারণ শেয়ার

    D
    অগ্রাধিকার শেয়ার

    E
    স্থাপকের শেয়ার

    Note: কোন কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে বিনামূল্যে বা কোনরূপ প্রতিদান ব্যতিত যে শেয়ার ইস্যু করে তাকে বোনাস শেয়ার বলে।
    1. Report
  8. Question: নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি?

    A
    প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য

    B
    প্রতিষ্ঠানের লাভ-লোকসান জানার জন্য

    C
    কোম্পানি আইনের সাথে ঐক্যমতের জন্য

    D
    উদ্র্ধত্তপত্রের নগদের পরিমাণ জানার জন্য

    E
    নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য

    Note: নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের প্রধান কারণ একটি নির্দিষ্ট হিসাবকালে মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদান চিহ্নিত করে নগদের উৎস ও এর ব্যবহার দেখানো।
    1. Report
  9. Question: নিম্নের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?

    A
    বন্ড

    B
    অগ্রাধিকার

    C
    সাধারণ শেয়ার

    D
    ডিবেঞ্চার

    Note: অগ্রাধিকার শেয়ার ইকুইটি ও ঋনের মিশ্রণ।
    1. Report
  10. Question: ধর, কোন কোম্পানির স্টক মূলধন ৮০,০০০ টাকা (৮০ টাকা প্রতিটি): বহিঃমূল্যের অতিরিক্ত পরিশোধিত মূলধন ২,০০,০০০ টাকা এবং রক্ষিত আয় ৪,০০,০০০ টাকা। প্রতিটি একই শ্রেণির শেয়ার হলে শেয়ারের বইমূল্য কত হবে?

    A
    ৬৮০ টাকা

    B
    ৪০০ টাকা

    C
    ৮০ টাকা

    D
    ২৮০ টাকা

    Note: এখানে বইমূল্য হবে ৮০ টাকা
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd