অংশীদারি ব্যবসায়ের হিসাব
 
  1. Question: ৫ঃ৩ অনুপাতের লাভ লোকসান বন্টন করার শর্তে ক ও খ কসমস এন্টারপ্রাইজেস এর অংশীদার। তারা ১/৬ ভাবে লাভ-লোকসান দেওয়া শর্তে গ কে নতুন অংশীদার করল। নতুন লাভ লোকসান বন্টন অনুপাত হল ৩ঃ২ঃ১। নিম্নোক্ত অনুপাতগুলোর মধ্যে ত্যাগ অনুপাত কোনটি?

    A
    ৪ঃ৩

    B
    ৪ঃ২

    C
    ৩ঃ১

    D
    ৪ঃ১

    Note: আমরা জানি যে, ত্যাগ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল ত্যাগ অনুপাত=পুরাতন অনুপাত-নতুন অনুপাত আমাদের নির্ণয় করতে হবে ক ও খ এর ত্যাগ অনুপাত দেয়া আছে, ক ও খ এর পুরাতন অনুপাত ৫ঃ৩ বা ৫/৮:৩/৮
    1. Report
  2. Question: ক, খ ও গ একটি কারবারের সমান অংশীদার। খ অবসর নিল। তার সুনাম হল ৯,০০০ টাকা। অবশিস্ট অংশীদারগণ ৩:২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের নতুন শর্তে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিল। প্রতিষ্ঠানের নতুন বইতে সুনাম দেখাতে হবে না। নিম্নোক্ত অনুপাত গুলি হতে লাভের অনুপাত বের কর।

    A
    ৪:৩

    B
    ৪:২

    C
    ৩:১

    D
    ৪:১

    Note: Not available
    1. Report
  3. Question: রহিম এবং করিম একটি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ৪ঃ১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের চুক্তিতে আবদ্ধ। আলীমকে তারা এই ব্যবসায় ২/৫ অংশ শেয়ার দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। আলীম সুনাম বাবদ ৫০,০০০ টাকা এবং মূলধন বাবদ ৫০,০০০ টাকা প্রদান করছে। নিম্নে প্রদত্ত অনুপাতগুলো হতে রহিম, করিম ও আলীমের নতুন লাভ-ক্ষতি বণ্টন অনুপাত চিহ্নিত কর।

    A
    ১২ঃ২ঃ১০

    B
    ২ঃ২ঃ১

    C
    ২ঃ১ঃ২

    D
    ১০ঃ৫ঃ১০

    Note: Not available
    1. Report
  4. Question: অংশীদারি ব্যবসায় পরিবর্তনের সময় সম্পত্তির পুনঃমূল্যায়ন হয়, কে না।

    A
    আইনে তা জোর দেয়া হয়েছে

    B
    কিছু অংশীদারে প্রতি অবিচার রোধ করতে সাহায্য করে

    C
    মুদ্রাস্ফীতিজনতি অবস্থা সম্পত্তির মূল্যের উপর প্রভাব বিস্তার করে

    D
    কোনটিই নয়

    Note: প্রশ্নটির সঠিক উত্তরটি জানা প্রদত্ত অপশন গুলোর মধ্যে একমাত্র (গ) এর বক্তব্য জনিত অবস্থার কারণেই অংশীদারী ব্যবসায় পরিবর্তনের সময় সমপত্তির পূনঃমূল্যায়ন করা হয়। কারণ, মাদ্রাস্ফীতি জনিত কারণেই সম্পত্তির মূল্য পরিবর্তিত হয়ে থাকে।
    1. Report
  5. Question: অংশীদারদের মূলধন যেকানে স্থায়ী থাকে, সেখানে লাভ ক্ষতির অংশ, মূলধনের উপর সুদ ও উত্তোলনের উপর সুদ লিপিবদ্ধ করা হয়-

    A
    উত্তোলন হিসাবে

    B
    মূলধন হিসাবে

    C
    চলতি হিসাবে

    D
    বিবিধ হিসাবে

    Note: অংশীদারদের মূলধন যেখানে স্থির থাকে সেখানে লাভ-ক্ষতির অংশ, মূলধনের সুদ, উত্তোলনের সুদ ইত্যাদি লিপিবদ্ধ করা হয় চলতি হিসাবে।
    1. Report
  6. Question: বিক্রম ও আকরাম দু’জনে অংশীদার যাদের ০১/০১/১৯৯৫ তারিখে মূলধন হিসাবের জের ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা, ১৯৯৫ সনে ব্যবসায়ের মোট মুনাফা মূলধনের উপর সুদ ও বেতন সমন্বরে পূর্বে ১,০০,০০০ টাকা। ১৯৯৫ সনে বিক্রয় ২২,০০০ টাকা ও আক্রাম ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকি অংশ দু’জনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?

    A
    ৯০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা

    B
    ৭১,৫০০ টাকা ও ৮১,০০০ টাকা

    C
    ৯৩,৫০০ টাকা ও ৯৬,৫০০ টাকা

    D
    ৯৩,০০০ টাকা ও ৯৭,০০০ টাকা

    Note: প্রারম্ভিক মূলধনের জের বিক্রম ও আকরাম যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা। সুদের হার ১০% =১০/১০০=.০১ সুতরাং, প্রারম্ভিক মূলধনের সুদ বিক্রম (৪০,০০০x০.১) =৪,০০০ টাকা ও আকরামের প্রারম্ভিক মূলধনের সুদ (৫০,০০০x০.১) টাকা =৫,০০০ টাকা তাদের বেতন যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৫,০০০ টাকা সুতরাং বিক্রম ও আকরাম মূলধনের সুদ ও বেতন বাবদ মোট পায় =(৪,০০০+২২,০০০+৫,০০০+১৫,০০০)=৪৬,০০০ টাকা অতএব মুনাফা অবশিস্ট থাকে (১,০০,০০০-৪৬,০০০)=৫৪,০০০ টাকা। যেহেতু তাদের অবশিষ্ট মুনাফা বন্টনের অনুপাত সমান অর্থাৎ ১ঃ১ বা ১/২ঃ১/২ ফলে তারা অবশিষ্ট মুনাফার অংশ ১/২ঃ১/২ হারে ভাগ করে নেবে। অর্থাৎ বিক্রমের অবশিস্ট মুনাফার অংশ (৫৪,০০০x১/২)=২৭,০০০ টাকা এবং আকরামের অবশিষ্ট মুনাফার অংশ=(৫৪,০০০x১/২)=২৭,০০০ টাকা সুতরাং এ সকল সমন্বয়ের পর বিক্রমের মূলধন হিসাবের জের হবে =(প্রারম্ভিক মূলধন+বেতন+মূলধনের সুদ+অবশিষ্ট মুনাফার অংশ) (৪০,০০০+২২,০০০+৪,০০০+২৭,০০০) টাকা=৯৩,০০০ টাকা এবং আকরামের মূলধন হিসাবের জের =(প্রারম্ভিক মূলধন+বেতন+মূলধনের সুদ+অবশিষ্ট মুনাফা অংশ) (৫০,০০০+১৫,০০০+৫,০০০+২৭,০০০)=৯৭,০০০ টাকা।
    1. Report
  7. Question: বিক্রম ও আকরাম দু’জনে অংশীদার যাদের ০১/০১/১৯৯৫ তারিখে মূলধন হিসাবের জের ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা, ১৯৯৫ সনে ব্যবসায়ের মোট মুনাফা মূলধনের উপর সুদ ও বেতন সমন্বরে পূর্বে ১,০০,০০০ টাকা। ১৯৯৫ সনে বিক্রয় ২২,০০০ টাকা ও আক্রাম ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকি অংশ দু’জনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?

    A
    ৯০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা

    B
    ৭১,৫০০ টাকা ও ৮১,০০০ টাকা

    C
    ৯৩,৫০০ টাকা ও ৯৬,৫০০ টাকা

    D
    ৯৩,০০০ টাকা ও ৯৭,০০০ টাকা

    Note: প্রারম্ভিক মূলধনের জের বিক্রম ও আকরাম যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা। সুদের হার ১০% =১০/১০০=.০১ সুতরাং, প্রারম্ভিক মূলধনের সুদ বিক্রম (৪০,০০০x০.১) =৪,০০০ টাকা ও আকরামের প্রারম্ভিক মূলধনের সুদ (৫০,০০০x০.১) টাকা =৫,০০০ টাকা তাদের বেতন যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৫,০০০ টাকা সুতরাং বিক্রম ও আকরাম মূলধনের সুদ ও বেতন বাবদ মোট পায় =(৪,০০০+২২,০০০+৫,০০০+১৫,০০০)=৪৬,০০০ টাকা অতএব মুনাফা অবশিস্ট থাকে (১,০০,০০০-৪৬,০০০)=৫৪,০০০ টাকা। যেহেতু তাদের অবশিষ্ট মুনাফা বন্টনের অনুপাত সমান অর্থাৎ ১ঃ১ বা ১/২ঃ১/২ ফলে তারা অবশিষ্ট মুনাফার অংশ ১/২ঃ১/২ হারে ভাগ করে নেবে। অর্থাৎ বিক্রমের অবশিস্ট মুনাফার অংশ (৫৪,০০০x১/২)=২৭,০০০ টাকা এবং আকরামের অবশিষ্ট মুনাফার অংশ=(৫৪,০০০x১/২)=২৭,০০০ টাকা সুতরাং এ সকল সমন্বয়ের পর বিক্রমের মূলধন হিসাবের জের হবে =(প্রারম্ভিক মূলধন+বেতন+মূলধনের সুদ+অবশিষ্ট মুনাফার অংশ) (৪০,০০০+২২,০০০+৪,০০০+২৭,০০০) টাকা=৯৩,০০০ টাকা
    1. Report
  8. Question: মতিন, যতিন, রথিন, একটি অংশীদারি কারবারে যথাক্রমে ৪ঃ২ঃ১ হারে মুনাফা ও ক্ষতি বন্টনের ভিত্তিতে ব্যবসা করছে। মতিন রথিনকে বছরে ১০,০০০ টাকা মুনাফা দেয়ার নিশ্চয়তা দেয়া। উক্ত বছরে মোট ৫৬,০০০ টাকা মুনাফা হয়। উক্ত বৎসরে যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ কত?

    A
    ১৬,০০০ টাকা

    B
    ১৫,৩৩৩.৩৩ টাকা

    C
    ১৩,৬৬৬.৬৭ টাকা

    D
    কোনটিই নয়

    Note: প্রশ্নে দেয়া আছে, মুনাফা বণ্টনের অনুপাত=৪ঃ২ঃ১=৪/৭ঃ২/৭ঃ১/৭ মতিন রথিনকে নিশ্চয়তা দেওয়ায় মতিনের মুনাফায় প্রভাব পড়তে পারে কিন্তু যতিনের মুনাফায় কোনরূপ প্রভাব পড়বে না বা পরিবর্তন হবে না। সুতরাং যতিনের প্রাপ্য মুনাফার পরিমাণ=(৫৬,০০০এর ২/৭)=১৬,০০০ টাকা।
    1. Report
  9. Question: ক ও খ দু’জন অংশীদার ৭ঃ৫ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। তারা গ কে নতুন অংশীদার গ্রহণ করল এবং ৫ঃ৩ঃ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনে চুক্তিবদ্ধ হল। ক ও খ এর ত্যাগ অনুপাত নির্ণয় কর।

    A
    ৫ঃ৭

    B
    ৭ঃ৫

    C
    ৩ঃ২

    D
    ১২ঃ৭

    Note: Not available
    1. Report
  10. Question: ক ও খ অংশীদারদ্বয়ের প্রারম্ভিক মূরধন যতাক্রমে ৪০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। লাভ-ক্ষতি ভাগা-ভাগি হয় নিম্নরূপেঃ প্রারম্ভিক মূলধনের উপর ২০% হার সুদ ক ও খ এর বেতন যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা, বাকি অংশ ২ঃ৩ অনুপাত হারে। ৩০,০০০ টাকা নীট আয় ভাগ করলে ক এর অংশের প্রাপ্য হবে?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ১৬,০০০ টাকা

    C
    ১৫,৫০০ টাকা

    D
    ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd