উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: প্রারম্ভিক মজুদ, শেষ মজুদ ও বিক্রয় করা পণ্যের মূল্য যথাক্রমে ৪০০ টাকা, ৭০০ টাকা ও ৩,৪০০ টাকা হলে, নীট ক্রয় কত?

    A
    ৩,৭০০ টাকা

    B
    ৩,১০০ টাকা

    C
    নির্ণয় করা যাবে না

    D
    কোনটিই নয়

    Note: প্রদত্ত তথ্যে ভিত্তিতে, নীট ক্রয় =বিক্রিত পণ্যের ব্যয়+ সমাপনী মজুদ-প্রারম্ভিক মজুদ =(৩,৪০০+৭০০-৪০০) টাকা=(৪,১০০-৪০০) টাকা =৩,৭০০ টাকা।
    1. Report
  2. Question: করিম ১৯৯২ সালে ১৭ই মার্চ তারিখে তার গুদামে রক্ষিত সম্পূর্ণ মজুদ পণ্য অগ্নি দুর্ঘটনায় হারায়। বিগত ১৯৯১ সালের ৩১ শে তারিখে তার মজুদ পণ্যের ক্রয়মূল্য ছিল ১,৯৫০ টাকা, তখন হতে ১৯৯২ সনের ১৭ই মার্চ পর্যন্ত ক্রয়ের পরিমাণ ৬,৮৭০ টাকা, এবং উক্ত সময়কালের বিক্রয়ের পরিমাণ ৯,৬০০ টাকা। শতকরা ২০ টাকা হারে মুনাফা কা হয় সকল বিক্রয়ের উপর। ক্রয়মূল্যের অগ্নিভস্মিভূত পণ্যের মূল্য কত?

    A
    ১,২০০ টাকা

    B
    ১,১৪০ টাকা

    C
    ১,৩০০ টাকা

    D
    ১,৫০০ টাকা

    Note: বিক্ররে উপর শতকরা ২০ টাকা হারে লাভ হলে মোট লাভ হয়=(৯,৬০০x২০%) টাকা=১,৯২০ টাকা অতএব বিক্রিত পণ্যের ব্যয়=(৯,৬০০-১,৯২০) টাকা=৭,৬৮০ টাকা যেহেতু, আগুনে সকল পণ্যেই ভস্মিভূত হয়েছে সেহেতু সমাপনী মজুদ পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। আমরা জানি, সমাপনী মজুদ =প্রারম্ভিক মজুদ+ক্রয়কৃত পণ্যে ব্যয়-বিক্রিত পণ্যের ব্যয়। এখানে, দেয়া আছে, প্রারম্ভিক মজুদ =১,৯৫০ টাকা, ক্রযকৃত পণ্যের ব্যয় ৬,৮৭০ টাকা সুতরাং সমাপনী মজুদ=(১,৯৫০+৬,৮৭০-৭,৬৮০)=১,১৪০ টাকা অর্থাৎ ক্রয় মূল্যের অগ্নি ভস্মিভূত পণ্যের মূল্য ১,১৪০ টাকা।
    1. Report
  3. Question: একটি পণ্য যার ক্রয়মূল্য ১৫,০০০ টাকা এবং সেটির বিক্রয় মূল্যের ২০% হারে মোট মুনাফা ধরা হয়, সেটির বিক্রয়শূল্য কত হবে?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ১৮,৭৫০ টাকা

    C
    ১৪,৫০০ টাকা

    D
    ১৪,৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: কালান্তে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করার জন্য আমরা

    A
    মজুদ পণ্যের হিসাব করি

    B
    মজুদপণ্যের হিসাব পরীক্ষা করি

    C
    বিক্রীত পণ্যের ব্যয় হতে প্রারম্ভিক মজুদ মূল্য বাদ দেই

    D
    বিক্রয় হতে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দেই

    Note: কালান্তে/হিসাবকাল শেষে/সময়কাল শেষে/বছর শেষে আমরা সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করার জন্য সাধারণত গুদামে কতটুকু/কি পরিমাণ মজুদ পণ্য রয়েছে তা নির্ধারণ করার মাধ্যমে মজুদ পণ্যের হিসাব করে থাকি।
    1. Report
  5. Question: বিক্রয়মূল্যের উপর ২০% হারে মুনাফা-

    A
    ক্রয়মূল্যের উপর ২৫%

    B
    ক্রয়মূল্যের ১৫%

    C
    ক্রয়মূল্যের ৩০%

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নলিখিত তথ্য হতে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয করঃ প্রারম্ভিক মজুদ টাকা এবং বিক্রয় ৪৮,০০০ টাকা, ক্রয় ৩৪,০০,০০০ টাকা, অন্তঃমুখী পরিবহণ ভাড়া ২,০০,০০০ টাকা এবং বিক্রয় ৪৮,০০,০০০ টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার শতকরা ২৫ ভাগ

    A
    ৭,০০,০০০ টাকা

    B
    ৯,০০,০০০ টাকা

    C
    ১১,০০,০০০ টাকা

    D
    ১২,০০,০০০ টাকা

    Note: প্রদত্ত উপাত্ত বা তথ্যের ভিত্তিতে- সমাপনী মজুদ পণ্য=প্রারম্ভিক মজুদ+ক্রয় অন্তর্মূখী বহন ভাড়া+মোট মুনাফা-সমাপনী মজুদ পণ্য =(৯,০০,০০০+৩৪,০০,০০০+২,০০,০০০+১২,০০,০০০-৪৮,০০,০০০) =(৫৭,০০,০০০-৪৮,০০,০০০) টাকা=৯,০০,০০০ টাকা এখানে মোট মুনাফা=(৪৮,০০,০০০x২৫%)=১২,০০,০০০ টাকা
    1. Report
  7. Question: নিম্নলিখিত তথ্যাবলী হতে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় কর- প্রারম্ভিক মজুদ পণ্য ১,৬০,০০০ টাকা, ক্রয় ৮৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৪,০০০ টাকা, বিক্রয় ১,৪০,০০০ টাকা। ক্রয়মূল্যের উপর মার্ক আপ এর হার হচ্ছে শতকরা ২৫ ভাগ

    A
    ১,৩৭,০০০ টাকা

    B
    ১,৩০,০০০ টাকা

    C
    ১,১২,০০০ টাকা

    D
    ২৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নলিখিত তথ্যাদি হতে বিক্রয়ের পরিমাপ নির্ণয় করঃ প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ২৫,০০০ টাকা, আন্তঃপরিহন ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা। বিক্রয় মূল্যের উপর মোট মুনাফা হার ২০%

    A
    ৪,০০,০০০ টাকা

    B
    ৫,৮০,০০০ টাকা

    C
    ৫,০০,০০০ টাকা

    D
    ৬,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২০ টাকা। যদি কোম্পানির বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফার প্রত্যাশা করে তবে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত?

    A
    ২৫ টাকা

    B
    ২০ টাকা

    C
    ২২ টাকা

    D
    ৩০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একজন ব্যবসায়ী ৫০ ইউনিট উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছে কাঁচামাল ৩,০০০ টাকা, মজুরী ১,০০০ টাকা। কারখানা উপরি ব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?

    A
    ১০০ টাকা

    B
    ১০৪ টাকা

    C
    ১১৪ টাকা

    D
    ১২৪ টাকা

    E
    ১৪০ টাকা

    Note: দেয়া আছে, ৫০ ইউনিটের উৎপাদন ব্যয় হলঃ কাঁচামাল ব্যয় ৩,০০০ টাকা, মজুরী ১,০০০ টাকা। কারখানা উপরি ব্যয় কাঁচামালের ২০% অর্থাৎ কারখানা উপরি ব্যয়=৩,০০০x২০%=৬০০ টাকা এবং বিক্রয় খরচ কারখানা উপরি ব্যায়ের ২৫% অর্থাৎ বিক্রয় খরচ=৬০০x২৫%=১৫০ টাকা। সুতরাং, ৫০ ইউনিট উৎপাদন করতে মোট ব্যয় হয়=কাঁচামাল+মজুরী+কারখানা উপরি ব্যয়+বিক্রয় খরচ =(৩,০০০+১,০০০+৬০০+১৫০) টাকা=৪,৭৫০ টাকা। অতএব, প্রতি ইউনিটের মোট ব্যয়= (৪,৭৫০ ভাগ ৫০) টাকা=৯৫ টাকা। ইউনিট প্রতি লাভ ধরতে হবে মোট ব্যায়ের ২০%। অতএব মোট লাভ (ইউনিট প্রতি)=৯৫x২০%=১৯ টাকা আমরা জানি, বিক্রয়=মোট ব্যয়+লাভ=(৯৫+১৯) টাকা=১১ টাকা। সুতরাং প্রতি ইউনিট ১১৪ টাকায় বিক্রয় করলে মোট ব্যায়ের উপর ২০% লাভ হবে।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd