মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি
  1. Question: অবিরত মজুদ পদ্ধতি একটি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নের কোন হিসাবের জের থাকবে না?

    A
    প্রারম্ভিক মজুদ

    B
    বিক্রয় ফেরত

    C
    বিক্রয় ফেরত

    D
    বিক্রিত পণ্যের ব্যয়

    E
    বিক্রয়

    Note: কোম্পানী মজুদ পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য দুইটি পদ্ধতি প্রচলিত। (ক) অবিরত/নিত্য মজুদ পদ্ধতি ও (খ) কালান্তিক/কালীন মজুদ পদ্ধতি। অবিরত মজুদ পদ্ধতিতে একটি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের রেওয়ামিলে প্রারম্ভিক মজুদ পন্য হিসাবের কোন জের থাকে না।
    1. Report
  2. Question: যদি শেষ মজুদ বেশি দেখানো হয়, তাহলে নিচের কোনটি সত?

    A
    সম্পত্তি বেশি ও শেয়ারহোল্ডারদের স্বত্ব বেশি

    B
    সম্পত্তি বেশি ও বিক্রীত পন্যের ব্যয় বেশি

    C
    সম্পত্তি বেশি ও নিট আয় কম

    D
    শুধু সম্পত্তি নয়

    Note: যদি সমাপনী মজুদ বেশ দেখানো হয় তাহলে সম্পত্তি বেশি হবে, নীট আয় বেশি হবে, মালিকানা স্বত্ব বেশি হবে।
    1. Report
  3. Question: যদি শেস মজুদ বেশি দেখানো হয়, তাহলে নিচের কোনটি সত্য?

    A
    সম্পত্তি বেশি ও শেয়ারহোল্ডার স্বত্ব বেশি

    B
    সম্পত্তি বেশি ও বিক্রীত পণ্যের ব্যয় বেশি

    C
    সম্পত্তি বেশি ও নিট আয় কম

    D
    শুধু সম্পত্তি কম

    Note: যদি সমাপনী মজুদ বেশি দেখানো হয় তাহলে সম্পত্তি বেশি হবে, নীট আয় বেশি হবে, মালিকানা স্বত্ব বেশি হবে।
    1. Report
  4. Question: অরিবত মজুদ পদ্ধতিতে ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধকরণে যে হিসাব প্রভাবিত হয়

    A
    বিক্রয়

    B
    দেনাদার

    C
    মজুদ পন্য

    D
    সবগুলি

    Note: অবরিত বা নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয় লিপিবদ্ধ করনের জাবেদা হলো, (ক) দেনাদার/নগদান হিসাব ডেঃ ও বিক্রয় হিসাব ক্রে: (বিক্রয় মূল্য দ্বারা) (খ) বিক্রীত পন্যের ব্যয় ডেবিট ও মজুদপণ্য ক্রেডিট। সুতরাং এখানে বিক্রয়, দেনাদার ও মজুদ পণ্য সকল হিসাবগুলোই প্রভাবিত হবে।
    1. Report
  5. Question: নিচের কোনটি মূলধন জতাীয় আয়ের উদহারণ নয়?

    A
    কারবার গঠন হবার আয়ের আয়

    B
    যন্ত্রপাতি বিক্রয় হতে আয়

    C
    শেয়ার বাজেয়াপ্ত হতে আয়

    D
    পরিত্যক্ত /নষ্ট জিনিস পত্র বিক্রয় হতে আয়

    Note: এখানে, পরিত্যক্ত বা নষ্ট জিনিসপত্র বিক্রয় হতে আয় হলো মুনাফা জাতীয় আয়।
    1. Report
  6. Question: কোনটি মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতি নহে?

    A
    FIFA

    B
    LIFO

    C
    চলমান গড়

    D
    মজুদপণ্য টার্নওভার

    Note: মজুদপণ টার্নওভার মজুদপন্য মূল্যায়ণ পদ্ধতি নহে।
    1. Report
  7. Question: নির্দিষ্ট সময় শেষে সব মজুদের পরিমান গণনা করে পণ্যের অস্তিত্ব যাচাই ও মূল্র নিরূপণ করাকে কী বলে?

    A
    কালান্তিক মজুদ পদ্ধতি

    B
    প্রত্যক্ষ পদ্ধতি

    C
    অরিবত মজুদ পদ্ধতি

    D
    পরোক্ষ পদ্ধতি

    Note: Not available
    1. Report
  8. Question: যে পদ্ধতির সাহায্যে প্রতিনিয়ত মজুদ পণ্যের মূল্য বা নিয়মিত মজুদ হিসাব নির্ধারণ করা হয় তাকে কী বলে?

    A
    কালান্তিক মজুদ পদ্ধতি

    B
    পরোক্ষ পদ্ধতি

    C
    অবিরত মজুদ পদ্ধতি

    D
    প্রত্যক্ষ পদ্ধতি

    Note: Not available
    1. Report
  9. Question: যে পদ্ধতিতে তারিখের ক্রয় অনুসারে যে কাঁচামাল আগে ক্রয় করা হয়েছে তার মূল্যের ভিত্তিতে কারখানার জন্য ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করা হলে তাকে কী বলে?

    A
    First in First Method (FIFO)

    B
    Last in Last our Method (LIFO)

    C
    Weighted Average Method

    D
    Inflated Rate Method

    Note: Not available
    1. Report
  10. Question: কোন পদ্ধতিটি FIFO পদ্ধতির সম্পূর্ণ বিপরীত পদ্ধতি?

    A
    FIFO

    B
    Weighted Average

    C
    LIFO

    D
    গড় ক্রয় মূল্য পদ্ধতি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd