ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ
 
  1. Question: আধার পরিবর্তনশীল ব্যয়-

    A
    বেতন ও মজুরী

    B
    অবচয়

    C
    টেলিফোন বিল

    D
    মনিহারি

    Note: টেলিফোন বিল একটি নির্দিস্ট পরিমাণ পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তীতে একক প্রতি নির্ধারিত মূল্য পরিশোধ করতে হয়। অর্থাৎ এটি আধা-পরিবর্তনশীল/আধা স্থায়ী ব্যয়
    1. Report
  2. Question: পরিবর্তনশীল ব্যয় প্রতি একক উৎপাদনে-

    A
    স্থির থাকে

    B
    পরিবর্তিত হয়

    C
    বৃদ্ধি পায়

    D
    হ্রাস পায়

    Note: পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে।
    1. Report
  3. Question: আধার পরিবর্তনশীল ব্যয়-

    A
    বেতন ও মজুরী

    B
    অবচয়

    C
    টেলিফোন বিল

    D
    মনিহারি

    Note: টেলিফোন বিল একটি নির্দিস্ট পরিমাণ পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তীতে একক প্রতি নির্ধারিত মূল্য পরিশোধ করতে হয়। অর্থাৎ এটি আধা-পরিবর্তনশীল/আধা স্থায়ী ব্যয়
    1. Report
  4. Question: রক্ষিত/সংরক্ষিত আয় বিবরণীতে দেখানো হয়-

    A
    ব্যবসায়ের আয় ও ব্যয়সমূহ

    B
    সংশ্লিষ্ট পঞ্চগণের মধ্যে কোম্পানির অর্জিত আয় বণ্টন

    C
    ব্যবসায়ের আয় ও দায়

    D
    ব্যবসায়ের সম্পত্তি, আয় ও দায়

    Note: Not available
    1. Report
  5. Question: পরিচালন ব্যয় কী?

    A
    কারবারের সকল প্রকার প্রত্যক্ষ ব্যয়

    B
    কারবারের সকল প্রকার পরোক্ষ ব্যয়

    C
    পণ্য বাজারজাতকরণ এবং প্রশাসন সংক্রান্ত যাবতীয় পরোক্ষ ব্যয়

    D
    পন্যদ্রব্য উৎপাদন সংক্রান্ত যাবতীয় ব্যয়

    Note: Not available
    1. Report
  6. Question: কোনটি দায় নয়?

    A
    অনুপার্জিত আয়

    B
    প্রদেয় হিসাব

    C
    অগ্রিম প্রদত্ত ব্যয়

    D
    প্রদেয় ব্যয়

    Note: Not available
    1. Report
  7. Question: সকল প্রকার প্রত্যক্ষ আয় ও ব্যয় অন্তর্ভুক্ত করা হয়-

    A
    আয় বিবরণীতে

    B
    ব্যয় বিবরণীতে

    C
    আর্থিক বিবরণীতে

    D
    আর্থিক অবস্থার বিবরণীতে

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্ধর্তপত্রে প্রদর্শিত হয় না?

    A
    গোপন সঞ্চিতি

    B
    বকেয়া ভাড়া

    C
    অগ্রিম বিমা

    D
    বিলম্বিত বিজ্ঞাপন

    Note: Not available
    1. Report
  9. Question: সকল প্রকার প্রত্যক্ষ আয় ও ব্যয় অন্তর্ভুক্ত করা হয়-

    A
    আয় বিবরণীতে

    B
    ব্যয় বিবরণীতে

    C
    আর্থিক বিবরণীতে

    D
    আর্থিক অবস্থার বিবরণীতে

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোন ধরনের উদ্ধত্তগুলো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধর্তপত্রে দেখানো হয় না?

    A
    সম্পত্তি হিসাব

    B
    দায় হিসাব

    C
    আয় বা ব্যয় হিসাব

    D
    মালিকানা স্বত্ব হিসাব

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd