Question:এ বছর চাঁদা বাবদ আয় ৫,০০০ টাকা, গত বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা। এ বছর অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,৫০০ টাকা, গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৫০০ টাকা এ বছরের বকেয়া চাঁদা ২০০ টাকা। অতএব, এ বছরের নগদ প্রাপ্তি হবে-
A ৫,৮০০ টাকা
B ৬,০০০ টাকা
C ৬,৫০০ টাকা
D কোনটিই নয়
+ Explanationচলতি বছরের চাঁদা বাবদ আয় নির্ণয়ের সূত্র হল-
চাঁদা বাবদ আয়= (মোট চাঁদা প্রাপ্তি+গত বছরে অগ্রীম প্রাপ্তি এ বছরের চাঁদা+এ বছরের বকেয়া চাঁদা (এ বছর অগ্রীম প্রাপ্তি চাঁদা+গত বছরের বকেয়া চাঁদা এ বছর প্রাপ্তি)
অতএব, এ বচর মোট চাঁদা প্রাপ্তি= (চাঁদা বাবদ আয়+ এ বচর অগ্রীম প্রাপ্তি+ গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি)- (গত বছর অগ্রীম প্রাপ্ত এ বছরের চাঁদা+ এ বছরের বকেয়া চাঁদা)
সুতরাং এ বছর মোট নগদপ্রাপ্ত চাঁদা= (৫,০০০+১,৫০০+৫০০)-(১,০০০+২০০)
(৭,০০০-১,২০০)=৫,৮০০ টাকা