Question:রহিম এবং করিম একটি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ৪ঃ১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনের চুক্তিতে আবদ্ধ। আলীমকে তারা এই ব্যবসায় ২/৫ অংশ শেয়ার দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে। আলীম সুনাম বাবদ ৫০,০০০ টাকা এবং মূলধন বাবদ ৫০,০০০ টাকা প্রদান করছে। নিম্নে প্রদত্ত অনুপাতগুলো হতে রহিম, করিম ও আলীমের নতুন লাভ-ক্ষতি বণ্টন অনুপাত চিহ্নিত কর।
A ১২ঃ২ঃ১০
B ২ঃ২ঃ১
C ২ঃ১ঃ২
D ১০ঃ৫ঃ১০
+ AnswerA
+ Report