Question:বিক্রম ও আকরাম দু’জনে অংশীদার যাদের ০১/০১/১৯৯৫ তারিখে মূলধন হিসাবের জের ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা, ১৯৯৫ সনে ব্যবসায়ের মোট মুনাফা মূলধনের উপর সুদ ও বেতন সমন্বরে পূর্বে ১,০০,০০০ টাকা। ১৯৯৫ সনে বিক্রয় ২২,০০০ টাকা ও আক্রাম ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকি অংশ দু’জনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে? 

A ৯০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা 

B ৭১,৫০০ টাকা ও ৮১,০০০ টাকা 

C ৯৩,৫০০ টাকা ও ৯৬,৫০০ টাকা 

D ৯৩,০০০ টাকা ও ৯৭,০০০ টাকা 

+ Answer
+ Explanation
+ Report
Total Preview: 1278

Copyright © 2024. Powered by Intellect Software Ltd