Question:‘ক’ ও ‘খ’ একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩ঃ২ অনুপাতে ভাগ করে। ১ জানুয়ারি, ২০০৬ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ প্রদান করা হয় এবং খ-কে মাসে ১,০০০ টাকা বেতন প্রদান করা হয়। ৩১ শে ডিসেম্বর ২০০৬ তারিখে খ-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬০০০ টাকায়। ২০০৬ সালের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?
A ১,৫০,০০০ টাকা
B ১,৭২,০০০ টাকা
C ১,৬০,০০০ টাকা
D ১,৬২,০০০ টাকা
E ১,২৮,০০০ টাকা
+ AnswerB
+ Report