Question:কালাম ও সালাম একটি অংশীদারী কারবারের অংশীদার। ২০০৮ এর ১লা জানুয়ারী তাদের মূলধন হিসাবের জেরসমূহ ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর দুজনই ১০% হারে সুদ পাবে এবং সালাম মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে। ২০০৮ সনের সমন্বয়ের পূর্বে নীট আয় ছিল ২,১৬,০০০ টাকা। ২০০৮ সনের শেষে কালামের মূলধনের জের কত হবে?
A ২,০৪,০০০ টাকা
B ২,১২,০০ টাকা
C ২,৪৮,০০০ টাকা
D ২,৩৮,০০০ টাকা
+ AnswerB
+ Report