+ Explanationকোন নির্দিষ্ট হিসাবকাল শেষে যে আয়/মুনাফা অর্জিত হয় তা অংশীদারদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। আর উক্ত সময়ে তা বণ্টন করা না হলে তা অবণ্টিত আয় বলে গণ্য হয়। যেহেতু আয় বণ্টন করলে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অবণ্টিত আয় বা মুনাফা হচ্ছে মূলধনী লাভের অংশ বিশেষ।