+ Explanationঅংশীদারি ব্যবসায়ের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল (ক) পারস্পরিক প্রতিনিধি। তাই ব্যবসায়ের যে কোন অশীদারের কাজের জন্য অন্য অশীদাররা দায়বদ্ধ থাকে। এ কারবারের অংশীদারদের দায় ব্যক্তিগত ও সমষ্টিগত ভাবে অসীম। ফলে (গ) অসীম দায় এ কারবারের একটি বৈশিষ্ট্য। এ কারবারের যে কোন সম্পত্তির উপর অংশীদারী চুক্তি অনুযায়ী অথবা
(ঘ) সম অংশীদার ভিত্তিতে অধিকার পেয়ে থাকে। কোন অংশীদারের মৃত্যু, দেউলিয়াত্ব বা অবসর গ্রহণ করলে বা সকল অংশীদারের সম্মিলিত সিদ্ধান্ত এ ব্যবসায়ের বিলোপ সাধন করতে পারে। সুতরাং (খ) অসীম আয়ুস্কাল এ ধরনের ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়।