+ Explanationউত্তলন বলতে মূলধনের অংশ বিশেষ উঠানোকে বুঝায় না বরং সম্ভাব্য প্রত্যাশিত মুনাফার বিপরীতে অগ্রীম গ্রহণকে বুঝায়। সর্ব অবস্থায় উত্তোলন হিসাব তৈরি করা বাধ্যতামূলক নয়। তবে অংশীদারগণ পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে পৃথব ভাবে উত্তোলন হিসাব সংরক্ষণ করতে হয়। অর্থাৎ যখন অংশীদারদের মূলধন স্থির থাকেনা তখন উত্তোলন হিসাব সংরক্ষণ করা হয়। উত্তোলন হিসাব হিসাব খোলার ফলে অংশীদারগণ কখন কি পরিমাণ উত্তোলন করে তা সহজেই জানা যায়।