অংশীদারি কারবারের নিবন্ধন অংশীদারি আইনে বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু একমাত্র সীমিত অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূরক করা হয়েছে। তার নিবন্ধিত অংশীদারি কারবার বিশেষ কিছু সুবিধা পেতে পারে।