Question:অংশীদারি কারবারে কোন পদ্ধিতিতে মূলধন হিসাব রাখলে চলতি হিসাব রাখা বাধ্যতামূলক?
A পরিবর্তনশীল পদ্ধতিতে
B স্থিতিশীল পদ্ধতিতে
C ভাসমান পদ্ধতিতে
D ক+খ
/87
+ Answer
B
+ Explanationঅংশীদারি কারবার প্রতিষ্ঠানে অংশীদারগণ যখন তাদের বিনিয়োগকৃত মূলধন স্থির রাখতে চান বা স্থির পদ্ধতিতে যখন মূলধন হিসাব সংরক্ষণ করেন তখন অন্যান্য সকল পাওনার জন্য তাদেরকে চলতি হিসাব সংরক্ষণের প্রয়োজন হয়।