Question:সান কোং এর ২০১০ সালের আয় বিবরণীতে পরিচালন সংক্রান্ত খরচ ছিল ৯,০০,০০০ টাকা। চলতি বছরে অগ্রিম খরচাবলি হ্রাস পেয়েছিল ৬০,০০০ টাকা। ২০১০ সালের পরিচলনা-সংক্রান্ত খরচের জন্য নগদ প্রদানের পরিমাণ কত?
A ৯,৬০,০০০ টাকা
B ৯,০০,০০০ টাকা
C ৮,৪০,০০০ টাকা
D ৬০,০০০ টাকা
+ AnswerC
+ Report