+ Explanationসাধারণ শেয়ারের মতই অগ্রাধিকার শেয়ারও কোম্পানির ইকুইটি। তবে অগ্রাধিকার শেয়ার মালিকগণ অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ ও মূলধন ফেরত পায়। অগ্রাধিকার শেয়ারকে ঋণ বলা যেতে পারে কারণ; যেমন সাধাণ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করার পূর্বে ঋণের সুদ প্রদান করতে হয়, তেমনি অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। ঋণকে একটি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা হয়, তেমনি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারকেও নির্দিস্ট সময় শেষে পরিশোধ করে দেয়া হয়। সুতরাং বলা যায়, অগ্রাধিকার শেয়ার ইকুইটি ও ঋণের মিশ্রণ।