Question:কোম্পানি যে পরিমাণ মূলধণ সংগ্রহের জন্য শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণী পত্র প্রচার করে তাকেবলা হয়-
A নিবন্ধিত মূলধন
B বিলিযোগ্য মূলধন
C তলবকৃত মূলধন
D পরিশোধিত মূলধন
E সংরক্ষিত মূলধন
/139
+ Answer
B
+ Explanationকোন কোম্পানি তার মোট নিবন্ধিত মূলধনের যে অংশ জনসাধারণের নিকট মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহবান জানিয়ে বিবরণপত্র প্রচার করে তাকে ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টন যোগ্য মূলধন বলা হয়।