+ Explanationমোট বিলিকৃত মূলধনের যে অংশ কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত বা বিশেষ কোন প্রয়োজন ছাড়া তলব করা হয় না তাকে (ক) সংরক্ষিত মূলধন বলে। তলবকৃত মূলধনের যে অংশ কখনও পাওয়া যাবে না বা শেয়ার মালিক যথা সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে (গ) অনাদায়ী মূলধন বলে। বিলিকৃত মূলধনের যে অংশ একনও তলব করা হয় নাই তাকে (ঘ) অতলবী মূলধন বলে। আর নগদ অর্থ ভিন্ন অন্য কোন প্রতিদান বা সম্পদের বিনিময়ে যে শেয়ার মূলধন বিলি করা হয় তাকে (খ) ওয়াটার্ড মূলধন বলে।