A শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট ৫,০০০ টু শেয়ার বিলিকরণ হিসাব ৫,০০০
B শেয়ার বিলিকরণ হিসাব ডেবিট টু শেয়ার প্রথম তলব হিসাব ৫,০০০
C শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট ৫,০০০ টু শেয়ার মূলধন হিসাব ৫,০০০
D কোনটিই নয়
+ Explanationশেয়ার প্রতি ৫ টাকা করে ১,০০০ শেয়ারের মূল্য হবে (১,০০০x৫) টাকা=৫,০০০ টাকা।
শেয়ারের প্রথম তলবের টাকা/মূল্য পরিশোধ করতে বলা হয়েছে। ফলে, এখন পর্যন্ত শেয়ারের ১ম তলবের টাকা পাওয়া যায় নাই সুতরাং শেয়ার প্রথম তলব হিসাবকে ডেবিট করতে হবে। এবং প্রথম তলববাদ মূলধন বৃদ্ধি পাওয়ায় মূলধনকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ জাবেদাটি হবে-শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট ৫,০০০ টাকা টু শেয়ার মূলধন হিসাব ৫,০০০ টাকা।